ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

সম্পর্কোন্নয়ন নিয়ে আশাবাদী সিঙ্গাপুর ও মালয়েশিয়া

প্রকাশিত: ০৪:২২, ১৮ জানুয়ারি ২০১৯

সম্পর্কোন্নয়ন নিয়ে আশাবাদী সিঙ্গাপুর ও মালয়েশিয়া

মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক এখনও ভাল। দুদেশের মধ্যে বর্তমানে আকাশ ও সমুদ্রসীমা নিয়ে বিরোধ সত্ত্বেও একথা বলেছেন, মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ। স্ট্রেইট টাইমস। জাতীয় সংবাদ সংস্থা বার্নামা দাতুক সাইফুদ্দিনের উক্তি উদ্ধৃত করে বলেছে, ‘সিঙ্গাপুরের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল আছে। কিছু কিছু সমস্যা রয়েছে। কিন্তু আমরা পরস্পরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি সমাধানের জন্য। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, খুবই গুরুত্ব সহকারে আলোচনা চলছে। আমি আস্থাশীল, আলোচনা সঠিক পথে এগোচ্ছে। তিনি বলেন, পাঁচ উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা বর্তমান সমস্যা নিয়ে আলোচনা জন্য তাদের সিঙ্গাপুরীয় প্রতিপক্ষদের সঙ্গে সাক্ষাত করবেন। এ প্রতিনিধি দলে সাইফুদ্দিন ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছেন পরিবহনমন্ত্রী এ্যান্থনি লোক, অর্থমন্ত্রী আজমিন আলী, এ্যাটর্নি জেনারেল টমি টমাস ও পররাষ্ট্র সচিব জেনারেল মুহম্মদ শাহরুল ইকরাম ইয়াকুব। সিঙ্গাপুর ও মালয়েশিয়া দুই পৃথক বিরোধে জড়িত রয়েছে। একটি হচ্ছে, তুয়াসের অদূরে আঞ্চলিক জলসীমা এবং অন্যটি হচ্ছে, জোহরের দক্ষিণাঞ্চলে আকাশসীমা। ২০১৮ সালের মেতে নজিরবিহীন সরকার পরিবর্তনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ড. মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ফিরে আসার পর কিছু দ্বিপক্ষীয় সমস্যার জন্য সম্প্রতি অনৈক্য দেখা দিয়েছে। কুয়ালালামপুর গত বছর ২৫ অক্টোবর জোহর বারু বন্দরের জলসীমা তুয়াসের অদূরে সিঙ্গাপুরের আঞ্চলিক জলসীমার অভ্যন্তরে একপাক্ষিকভাবে সম্প্রসারণ করলে এ সমুদ্রসীমা বিরোধের সূচনা হয়। নবেম্বর থেকে মালয়েশীয় সরকারের নৌযান এ জলসীমায় প্রতিদিন অনুপ্রবেশ করছে যদিও মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, মন্ত্রণালয় এ অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকল ফলপ্রসূ পদক্ষেপ নেবে। মালয়েশিয়া সেলেতার বিমানবন্দরের জন্য নতুন করে অবতরণ প্রক্রিয়া বাস্তবায়নের বিরোধিতা করেছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়া গত সপ্তাহে তাদের মধ্যেকার আকাশ ও জলসীমা উত্তেজনা হ্রাসের জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। এ সঙ্গে সাইফুদ্দিন ও তার সিঙ্গাপুরীয় প্রতিপক্ষ ভিভিয়ান বালাকৃষ্ণান সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুদেশের মধ্যে অপরিহার্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু এর একদিন পর জোহরের সরকার প্রধান ওসমান সাপিয়ান তুয়াসের নিকটবর্তী বিরোধপূর্ণ জলসীমা থেকে একটি জলযানে ওঠেন। এ ঘটনার কারণে ইসকান্দার মালয়েশিয়া বিষয়ক মন্ত্রিপর্যায়ের যৌথ কমিটির (জেএমসিআইএম) বৈঠক স্থগিত হয়ে যায়। বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
×