ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইএসের আত্মঘাতী হামলা

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ০৪:২৩, ১৮ জানুয়ারি ২০১৯

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে প্রশ্ন

সিরিয়ার মানবিজ শহরে বুধবার ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলায় চার মার্কিন সেনাসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। এছাড়া হামলায় তিন মার্কিন সেনাসহ আরও ১৮ জন আহত হয়েছে। এ হামলার পর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। এক মাস আগে তিনি বলেছিলেন আইএস কার্যকরীভাবেই পরাজিত হয়েছে। বিবিসি ও ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী সিরিয়া থেকে যখন দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে তখন আইএস এ ধরনের হামলা চালাল। এ হামলার ঘটনায় হকচকিত হয়ে সাউথ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। মানবিজে মার্কিন সেনাদলের টহল চলাকালে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। ২০১৫ সালে সিরিয়ায় মার্কিন বাহিনী মোতায়েনের পর এটিই তাদের ওপর সবচেয়ে বড় ধরনের হামলা। হামলার পরপরই আইএস এ ঘটনার দায় স্বীকার করেছে।
×