ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জ্বালানির দাম বাড়ল আড়াই গুণ ॥ বিক্ষোভে উত্তাল জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৪:২৪, ১৮ জানুয়ারি ২০১৯

জ্বালানির দাম বাড়ল আড়াই গুণ ॥ বিক্ষোভে উত্তাল জিম্বাবুইয়ে

জ্বালানির দাম ১৫০ শতাংশ বৃদ্ধির সরকারী ঘোষণার প্রতিবাদে জিম্বাবুইয়ের রাস্তায় নেমেছেন বিপুলসংখ্যক মানুষ। পুলিশী ধরপাকড়ের মধ্যেই বুধবার দেশটিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলে। বাধা উপেক্ষা করে বিভিন্ন স্থানে রাস্তাগুলোতে পাথর, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে মানুষ। তিনদিনে অন্তত ২০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনে বিক্ষোভ দমনে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া শনিবার জ্বালানির দাম ১৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন। সে অনুযায়ী পেট্রোলের দাম লিটার পিছু ১ দশমিক থেকে বাড়িয়ে ৩ দশমিক নির্ধারণ করা হয়। বাড়ানো হয় ডিজেলের দামও। প্রতিবাদে সোমবার থেকে রাজপথে নামতে শুরু করে বিক্ষোভকারীরা। -এএফপি
×