ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোনাস শেয়ার ঘোষণার ব্যাখ্যা দিচ্ছে না কোম্পানি

প্রকাশিত: ০৪:২৬, ১৮ জানুয়ারি ২০১৯

বোনাস শেয়ার ঘোষণার ব্যাখ্যা দিচ্ছে না কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বোনাস শেয়ার প্রদানের কারণ নিয়ে বার্ষিক প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরার বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদনে বোনাস শেয়ার নিয়ে কোন তথ্য প্রকাশ করা হচ্ছে না। বিভিন্ন কোম্পানির বার্ষিক প্রতিবেদন যাছাইয়ে এমন তথ্য পাওয়া গেছে। বিএসইসির ‘ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ও ডিসক্লোজারস’ শীর্ষক এক নির্দেশনায়, বার্ষিক প্রতিবেদনে বোনাস শেয়ার প্রদানের কারণ উল্লেখ করতে বলা হয়েছে। এছাড়া উক্ত বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে রেখে দেয়া মুনাফা কি কাজে ব্যবহার করা হবে, তা উল্লেখ করতে বলা হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে এমন ৬টি কোম্পানির বার্ষিক প্রতিবেদন যাছাই করা হয়েছে। এর মধ্যে ৫টি কোম্পানির বা ৮৩ শতাংশ বার্ষিক প্রতিবেদনে বোনাস শেয়ার নিয়ে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। বার্ষিক প্রতিবেদন যাছাই করা কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল মিলস, দেশ গার্মেন্টস, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস, আলহাজ টেক্সটাইল মিলস ও বিডিকম। এরমধ্যে বিডিকমের বার্ষিক প্রতিবেদনে বোনাস শেয়ার প্রদানের কারণ তুলে ধরা হয়েছে। দেখা গেছে, প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। এছাড়া রহিম টেক্সটাইল মিলস ১০ শতাংশ, দেশ গার্মেন্টস ১০ শতাংশ বোনাস, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস ৫ শতাংশ, আলহাজ টেক্সটাইল মিলস ১০ শতাংশ ও বিডিকম ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। বোনাস শেয়ারজনিত অর্থ নেটওয়ার্ক বর্ধিত, সক্ষমতা আপগ্রেড ইত্যাদি কাজে ব্যবহার করা হবে বলে বিডিকমের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বোনাস শেয়ার নিয়ে বার্ষিক প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হয়, সেটা জানেনই না প্যারামাউন্ট টেক্সটাইলের সচিব রবিউল ইসলাম।
×