ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্ডের আকার বাড়াবে আইডিএলসি

প্রকাশিত: ০৪:২৭, ১৮ জানুয়ারি ২০১৯

বন্ডের আকার বাড়াবে আইডিএলসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড পূর্বঘোষিত বন্ডের সাইজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নতুন করে ৭৫৫ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো-কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটি ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো-কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। সূত্র জানায়, কোম্পানিটি ফেসভ্যালুতে বন্ড ইস্যু করবে। বন্ডের মেয়াদ হবে ৫ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে। উল্লেখ্য, আইডিএলসি ফিন্যান্স ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তৃতীয় প্রান্তিকে আইডিএলসির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৩৪ পয়সা। আর ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,১৮) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৩ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস ছিল ৪ টাকা ৯০ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। বিশেষ সভা ডেকেছে লাফার্জ হোলসিম অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ২১ মার্চ সকাল ১০টায় তেজগাঁও (গুলশান লিঙ্ক রোড) বীর উত্তম মীর শওকত সড়কের নিনাকাব্যে ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, লাফার্জের শতভাগ সাবসিডিয়ারি কোম্পানি হোলসিম সিমেন্টের (বাংলাদেশ) সঙ্গে একীভূত করার জন্য নিয়মানুযায়ী আদালতে আবেদন করে কোম্পানিটি। আর আদালত গত ১৩ ডিসেম্বর কোম্পানি একীভূত করার জন্য ইজিএমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার জন্য আদেশ দেয়। আর আদালতের আদেশ অনুযায়ী কোম্পানিটির পর্ষদ সভায় ইজিএম তারিখ নির্ধারণ করেছে।
×