ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রকাশিত: ০৪:৩০, ১৮ জানুয়ারি ২০১৯

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

১৬ জানুয়ারি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ২৭৪তম সভায় সর্বসম্মতিক্রমে আক্কাচ উদ্দিন মোল্লা ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় মোহাম্মদ ইউনুছ ও আব্দুল বারেক পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পুনর্নির্বাচিত চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা শিক্ষা জীবন শেষে তিনি তৈরি পোশাক শিল্প রফতানি বাণিজ্যে নিজেকে নিয়োজিত করেন এবং একাধিক তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি রাসেল স্পিনিং মিলস, রাসেল গার্মেন্টস, ইকরাম স্যুয়েটার্স, রাসেল নিটিং, রাসেল ওয়াশিং প্লান্ট, শাহান কালার্স লিমিটেড, তানিয়া কটন মিলস এবং পিএনআর ফাসেনার কোং-এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ দুই দশক যাবত কাগজ, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি সোবহান আইস এ্যান্ড কোল্ড স্টোরেজ, ইউনুছ ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনুছ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, কোয়ালিটি এক্সসেসরিজ, অনন্ত পেপার মিল্স, ইউনুছ পেপার মিল্স, ইউনুছ ফাইন পেপার মিল্স, ইউনুছ স্পিনিং মিল্স, সোনালি পেপার এ্যান্ড বোর্ড মিল্স, শরীফ কোল্ড স্টোরেজ এবং ইউনুছ অফসেট পেপার মিল্সের ব্যবস্থাপনা পরিচালক। নবনির্বাচিত অপর ভাইস-চেয়ারম্যান আব্দুল বারেক শিক্ষা জীবন শেষ করার পর ব্যবসা শুরু করেন। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি আরজু ইলেকট্রনিক্স, জনি ইলেকট্রনিক্স এবং রনি ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী।-বিজ্ঞপ্তি
×