ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্মিত হবে বহুতল ভবন

শতবর্ষী যশোর জেলা পরিষদ ভবন পরিত্যক্ত ঘোষণা

প্রকাশিত: ০৪:৩২, ১৮ জানুয়ারি ২০১৯

শতবর্ষী যশোর জেলা পরিষদ ভবন পরিত্যক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অবিভক্ত বাংলার প্রথম জেলা শহর ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী যশোর জেলা পরিষদ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সচিব/প্রকৌশলীর বাস ভবনও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে এ যাত্রায় বেঁচে গেল জেলা পরিষদ মিলনায়তন। গত মঙ্গলবার যশোর জেলা পরিষদ কনডেমনেশন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল। ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদের সভায় জেলা পরিষদের ভবনসহ অফিস চত্বরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল), পুরাতন প্রেসকক্ষ, সদর ডাকবাংলো, পরিদর্শন বাংলো, সচিব, প্রকৌশলীর বাস ভবন ও প্রধান নির্বাহী কর্মকর্তার বাস ভবনসহ চত্বরে অবস্থিত সকল ভবন ভেঙ্গে বহুতলবিশিষ্ট অফিস ভবন, অডিটরিয়াম ও বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই লক্ষ্যে চত্বরের সকল ভবন কনডেমড ঘোষণা করার লক্ষ্যে জেলা পরিষদ কনডেমনেশন কমিটির সভাপতি জেলা প্রশাসক বরাবর ২০১৭ সালের ১৫ নবেম্বর প্রস্তাব প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ২০১৭ সালের ২৮ নবেম্বর বর্ণিত ভবনসমূহ কনডেমড ঘোষণার নিমিত্তে মূল্য নির্ধারণপূর্বক জেলা পরিষদের সভায় অনুমোদন গ্রহণ করে কার্যবিবরণীসহ মূল্যায়ন প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হয়। সে মতে ভবনসমূহ ভেঙ্গে ফেলা হলে ভবন থেকে প্রাপ্ত মালামালের বিবরণসহ প্রাক্কলন প্রস্তুত করা হয়। প্রাক্কলনটি জেলা পরিষদের ২০১৭ সালের ২৮ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়। সভায় সদস্যগণ মালামালের পরিমাণ ও মূল্য পুনর্নির্ধারণ সংক্রান্ত বর্ণিত প্রাক্কলনটি অনুমোদন করে ভবনসমূহ কনডেমড ঘোষণার পক্ষে মতামত ব্যক্ত করেন। সেই সিদ্ধান্তের আলোকে জেলা পরিষদ কনডেমনেশন কমিটি এ ঘোষণা দেয়। এ বিষয়ে চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল জানান, জেলা পরিষদের আয় বর্ধনে শহরের প্রাণকেন্দ্র জেলা পরিষদের এ জায়গায় পরিষদের সকল ভবন ভেঙ্গে বহুতলবিশিষ্ট অফিস ভবন, অডিটরিয়াম ও বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেখানে অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা, মার্কেট, সিনেপ্লেক্স, অত্যাধুনিক অডিটরিয়াম, কমিউনিটি সেন্টার, আধুনিক ও মানসম্মত আবাসিক হোটেল, সর্বোপরি আধুনিক অফিস ভবন নির্মাণ করা হবে। জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল জানান, শুধু জেলা পরিষদের মূল অফিস ভবন ও সচিব/প্রকৌশলীর বাসভবনকে কনডেমড ঘোষণা করার সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। একই সঙ্গে বহুতল ভবন নির্মাণের স্বার্থে ভবনসমূহ অপসারণের সুপারিশ পাঠানো হবে। যশোরবাসীর গর্ব এ ভবন প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে। ২০১৩ সালের ৩ মার্চ জেলা পরিষদ ভবন এক শ’ বছর পূর্ণ করেছে।
×