ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ছে সাধারণ মানুষ

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ জানুয়ারি ২০১৯

ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ছে সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া শহরতলির পৌর এলাকার মধ্যেই সর্বরোগের (!) ও জীবনের শেষ চিকিৎসার (!) কথিত কবিরাজদের ফাঁদে পড়ছে সাধারণ মানুষ। একবিংশ শতকেও গ্রামের এক শ্রেণীর কুসংস্কারাচ্ছন্ন মানুষ ভ-দের বিশ^াস করে তা দেখা যায় বগুড়া নগরী থেকে প্রায় ৬ কিলোমিটার পূর্বের বুজরুকবাড়িয়া গ্রামে। দ্বিতীয় বাইপাস সড়কের ধারে বটতলা এলাকায় আখড়া গেঁড়েছে কয়েক কথিত কবিরাজ। তাদের মধ্যে একজন দাবি করেন ‘জিন’ হাজির করে চিকিৎসা দেন। লোকজন কেউ তাক জিনের ফকির। কেউ জিনের বাদশাহ বলেন। তার নাম জলিল ফকির। তার ওপর ভর করে আসন করা অন্য কবিরাজরা হলেন আব্দুল খালেক, হান্নান, মান্নান ও আব্দুল বারী। ফকির জলিলের ছেলে মাহফুজ ওরফে মাফু এই পথে এসেছেন। এই মাফু এখন মানব দেহের ভাঙ্গা হাড় জোড়া দেয়াসহ সকল জটিল রোগের কথিত চিকিৎসা দেন। তার বাবা জলিল ফকিরের কথা- যে নারীর সন্তান জন্ম দেয়ার সম্ভাবনা নেই তার পেটেও সন্তান জন্ম নেয়। ওইসব করিাজের ঝাড়ফুঁক তাবিজ কবজ তো রয়েছেই। কবিরাজদের কেউ আবার প্রণয়ের মানব-মানবীদের মন পাইয়ে দেন। যৌন চিকিৎসার নামে তারা কখনও তরুণদের ভয়ভীতিও দেখাচ্ছে। যাতে এসব তরুণ তাদের কথিত চিকিৎসা নেয়। কথিত কবিরাজদের খপ্পরে পড়ে গ্রামের অনেক নারী-পুরুষ নানা রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে কঠিন সমস্যার মধ্যে পড়েছে। কিডনি ফুসফুসসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। ভুক্তভোগী হীরন ও শফিক বললেন, গ্রামের এক শ্রেণীর লোক এই কবিরাজদের এজেন্ট হয়ে কাজ করছে।
×