ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ঠাণ্ডাজনিত রোগে দেড় মাসে ১৭০ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৪, ১৮ জানুয়ারি ২০১৯

বরিশালে ঠাণ্ডাজনিত রোগে দেড় মাসে ১৭০ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রচণ্ড শীতে বরিশালে শিশুদের ঠাণ্ডাজনিত রোগ প্রকোপ আকার ধারণ করেছে। ঠাণ্ডায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও আগের চেয়ে বেড়েছে হাসপাতালগুলোতে। গত দেড় মাসে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১৭০ শিশুর মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিল। এছাড়া হাসপাতালে শয্যা সঙ্কট থাকায় সেখানে চিকিৎসা নিতে আসা শিশু ও অভিভাবকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস থেকে গত ১৫ জানুয়ারি পর্যন্ত শেবাচিমে ১৭০ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে শেবাচিম হাসপাতালে মারা গেছে চারজন শিশু। শেবাচিম হাসপাতাল ছাড়াও নগরীর বিভিন্ন ক্লিনিক এবং বেসরকারী হাসপাতালেও চিকিৎসা নিচ্ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরা। শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফাইজুল হক বলেন, গত শনিবার একদিনে সর্বাধিক সাতজন শিশু মারা গেছে। শীতের প্রকোপে শিশুরা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। যেসব শিশুরা শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় তাদের চিকিৎসা দেয়া জটিল হয়ে পড়েছে।
×