ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদক ও জঙ্গী নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:৩৫, ১৮ জানুয়ারি ২০১৯

মাদক ও জঙ্গী নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জনমত গঠন করা গেলে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক নির্মূল কোন ব্যাপার নয়। এ ব্যাপারে শুধু প্রশাসনকে দায়ী করলেই চলবে না। নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর আলকরণ ওয়ার্ডে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে। ধর্মীয় দিক থেকেও আমরা একেকজন একেক ধর্মের অনুসারী হতে পারি। কিন্তু সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে এক হতে হবে। আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে। এ জন্য নাগরিকদের সচেতন হতে হবে। জঙ্গী ও সন্ত্রাসী তৎপরতায় সন্তানরা যেন জড়িয়ে না পড়ে সে জন্য অভিভাবকদের সচেতনতা প্রয়োজন। মসজিদ, মন্দির ও গির্জার পুরোহিতদেরও দায়িত্ব রয়েছে। এলাকাবাসী ঐকমত্যে পৌঁছালে পুলিশ, প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মেয়র। ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের সভাপতিত্বে ও মোঃ শফিউল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন, রাজনীতিক এইচএম সোহেল, নুরুল আকবর, নুরুল কবির, এমএম সরওয়ার হক, আবুল কাশেম, গোলাম কিবরিয়া, তারেক ইমতিয়াজ প্রমুখ।
×