ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৪:৩৬, ১৮ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২১০ ইয়াবা ট্যাবলেট ও ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত সোয়া ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, গ্রেফতার মাদক কারবারি সেলিমের বাড়ি কুমিল্লা জেলার মুরাদ নগর এলাকায়। কতিপয় ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে রাতে পূর্ব বাকলিয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে আসা একটি মাইক্রোবাস থেকে উদ্ধার হয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটগুলো। তবে নিকটেই চেকপোস্ট বুঝতে পেরে তিন মাদক কারবারি গাড়ি থামিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে সেলিম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে তা চট্টগ্রাম কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের কথা স্বীকার করে। মাদকদ্রব্য বহনকারী মাইক্রোবাসটি জব্দ এবং এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব জানায়, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত সময়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৪০টি ম্যাগাজিন, ১০ হাজার ২৫৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও কার্তুজ, ৫৩ লাখ ২ হাজার ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪ হাজার ৫৩৫ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৫৬১ বোতল বিদেশী মদ ও বিয়ার, ৯ লাখ ৮৭ হাজার ৫২৭ লিটার দেশী মদ, ৬৯৬ কেজি ৪১৯ গ্রাম গাঁজা, ৭ কেজি ২৫০ গ্রাম আফিম এবং ২ কেজি হেরোইন।
×