ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছেলেকে পুলিশে দিলেন মা

প্রকাশিত: ০৪:৩৬, ১৮ জানুয়ারি ২০১৯

ছেলেকে পুলিশে দিলেন মা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্কুলের বন্ধুদের পাল্লায় পরে মাদকাসক্ত হওয়া পুত্রের অত্যাচার থেকে রেহাই পেতে অবশেষে মাদকাসক্ত পুত্র নয়ন জয়ধরকে (১৪) থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন অসহায় এক মা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের। পুলিশ জানায়, ওই গ্রামের মাখন লাল জয়ধরের পুত্র নয়ন জয়ধর স্কুলের বখাটে বন্ধুদের সঙ্গে মিলে মাদকাসক্ত হয়ে পরে। পরিবার থেকে নয়নকে মাদক সেবনে বাধা দিলে নয়ন আরও বেপরোয়া হয়ে নেশার টাকার জন্য প্রায়ই ঘরের মূল্যবান মালামাল চুরি করে বিক্রি করত। অবশেষে মাদকাসক্ত ছেলের অত্যাচার থেকে রেহাই পেতে তার মা ময়না জয়ধর গত বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শ্লীলতাহানি ॥ শিক্ষক সাসপেন্ড সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৭ জানুয়ারি ॥ ছাত্রীর শরীরে চাপড় মেরে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার এমন আদেশপত্র জারি করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গনি। চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয় সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডাঙ্গাবাড়ী শিশু মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামকে। জানা যায়, গত ৯ জানুয়ারি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডাঙ্গাবাড়ী শিশু মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ওই স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর শরীরে চাপড় মেরে শ্লীলতাহানি ঘটিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে।
×