ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মানাধীন ভবনের গাড়ি বারান্দা ধ্বসে নিহত ১, আহত ৫

প্রকাশিত: ০৪:৩৮, ১৭ জানুয়ারি ২০১৯

 কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মানাধীন ভবনের গাড়ি বারান্দা ধ্বসে নিহত ১, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মানাধীন ভবনের গাড়ি বারান্দার ঢালাই কাজ চলাকালে ছাদ ধ্বসে এক শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ওই শ্রমিকে নাম বজলুর রহমান (৬০)। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ছাদ ধ্বসের এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কুষ্টিয়া জেলা প্রশাসক পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়ক সংলগ্ন কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মানধীন ভবনের গাড়ি বারান্দার ছাদ ঢালাই কাজ চলছিল। তিনতলা ভবনের সামনে ৫০ ফুট দৈর্ঘ্য ও ৩০ প্রস্থ্যের গাড়ি বারান্দাটির ২৪ ফুট উচ্চতায় ঢালাইয়ের প্রায় শেষদিকে হঠাৎ ছাদ ধ্বসে পড়ে। এসময় ছাদের নিচে চাপা পড়ে শ্রমিক বজলুর রহমান (৬০) ঘটনাস্থলেই নিহত হন এবং অপর পাঁচজন ভিতরে আটকা পড়েন। দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ-র্যাবসহ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর উদ্ধারকারী দল কংক্রিটের নিচে চাপা পড়া শ্রমিক বজলুর রহমানের মরদেহ এবং আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করে। নিহত বজলুর বাড়ি কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রামে। আহতরা হলেন-,পলান (৬০), সোহেল (৩০), ইউনুস (৫০) শাহাবুদ্দিন (৩০) ও গালিব (২২)। তাদেরকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গালিবের অবস্থা আশংকাজনক। তিনি নিহত শ্রমিক বজলুর রহমানের ছেলে। এদিকে দুর্ঘটনার সঠিক কারণ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এরিপোর্ট লেখা পর্যন্ত জানাতে পারেনি। তবে ক্রুটিপূর্ণ নির্মান কাজ এবং ছাদ ঢালাইয়ে সাটারিং সামগ্রী যথাযথভাবে ব্যবহার না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে গনপূর্ত বিভাগের প্রকৌশলীরা প্রাথমিকভাবে ধারনা করছেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধারকাজ প্রত্যক্ষ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ফায়ার সার্ভিস টিমের সদস্যবৃন্দসহ আইন-শৃংখলা বাহিনী ভবনটি ঘিরে রেখেছে। তবে ধ্বসে পড়া ছাদের কংক্রিটের মধ্যে আর কেউ আটকে নেই বলে উদ্ধারকারী টিমের সদস্যরা জানান। এদিকে দুর্ঘটনার কারণ উদঘাটনে কুষ্টিয়ার জেলা প্রশাসক পাঁচ সদস্যের তদন্ত টিম গঠন করেছেন। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের পক্ষ থেকেও পৃথক তদন্ত টিম গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার আশরাফুল ইসলাম দারা জানান। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম মুস্তানজিদ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত কমিটির রিপোর্ট মোতাবেক দুর্ঘটনার কারন উদঘাটন ও নির্মান কাজে অবহেলা-উদাসীনতার সাথে জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
×