ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে বাস খালে, দুই যাত্রী নিহত আহত ২২

প্রকাশিত: ০৪:৩৮, ১৮ জানুয়ারি ২০১৯

নোয়াখালীতে বাস খালে, দুই যাত্রী নিহত আহত ২২

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৭ জানুয়ারি ॥ বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার বড় পোলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস উল্টে পার্শ্ববর্তী খালে পড়ে যাত্রী বজলুর রহমান (৬০) লক্ষ্মীনারায়ণপুর ও বাস হেলপার আনোয়ার হোসেন (৩২) ঘটনাস্থলে নিহত এবং ২২ জন আহত হয়েছে। বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফেনী-সোনাপুর হাইওয়ে সড়কের জমিদারহাট বড় পোল নামক স্থানে সোনাপুর থেকে ফেনী অভিমুখী যাত্রীবাহী সুগন্ধা কিং নোয়া-ব- ১৯০ নং বাসটির বাম পাশের সামনের চাকা হঠাৎ খুলে গিয়ে উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে খালে পড়ে যায়। এসময় বাসের যাত্রী বজলুর রহমান (৬০) ও হেলপার আনোয়ার হোসেন (৩২) ঘটনাস্থলে মারা যায় এবং ২২ জন আহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আহতদেরকে বেগমগঞ্জ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। টাঙ্গাইলে দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, কালিহাতীতে বাস খাদে পরে দুজন নিহত হয়েছে। আর এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। কালিহাতী থানা পুলিশ জানায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাংড়া ইউনিয়ন পরিষদের সামনে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নওগাঁয় নারীসহ দুই নিজস্ব সংবাদাতা নওগাঁ থেকে জানান, মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের অদূরে ও বেলা ১১টার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার মহানগর নিচপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চকগোপাল গ্রামের ইমান আলীর স্ত্রী আলতা বেগম (৪০) ও রাজশাহীর তানোর উপজেলার ধানুরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মামুন (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আলতা বেগম কুসুম্বা ইউনিয়ন পরিষদে কাজ শেষে একটি চার্জারভ্যানে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের অদূরে বাগদেওয়ানপাড়া মোড়ে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় সেটি রাস্তার পাশে উল্টে যায়। এতে আলতা বেগম গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বেলা ১১টার দিকে মহানগর নিচপাড়া এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম মোটরসাইকেল আরোহী মামুনকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ায় ছাত্র নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, মিরপুরে ট্রলি চাপায় হৃদয় (৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় চরপাড়া গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে এবং কুশাবাড়ীয়া-চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, বাইসাইকেল চালিয়ে স্কুলে যাবার সময় একটি স্যালো ইঞ্জিন চালিত ইট বোঝায় ট্রলি তাকে পেছন থেকে তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। মুন্সীগঞ্জে নারী স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বাড়ৈপাড়ায় বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৭২) নামে এক নারী নিহত হয়েছেন। সিরাজদিখান-বেতকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম উপজেলার বাড়ৈপাড়া গ্রামের মৃত তাইজুদ্দিন বেপারির স্ত্রী। সিরাজদিখান থানার এসআই সবুর খান জানান, নিজ বাড়ির সামনে সড়ক পারাপার হতে গেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল ফিরোজা বেগমকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর লুটিয়ে পড়লে মাথায় আঘাত পান ওই নারী। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক মোটরসাইকেল চালক ফাহাত হোসেন নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার ওই নারীকে মৃত ঘোষণা করেন।
×