ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নীলফামারী শহরের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদ

প্রকাশিত: ০৪:৩৯, ১৮ জানুয়ারি ২০১৯

নীলফামারী শহরের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মরা ও ঝুঁকিপূর্ণ দাবি করে শহরের সার্কিটহাউস সড়কের ডিসি ও এসপি অফিসের সামনে ঐতিহ্যবাহী কাঠ বাদাম ও মিনজিরি শতবর্ষী গাছ কর্তন নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিকার দুপুর ১২টা হতে ওই এলাকার চারটি গাছ কর্তনের সময় নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে শহরের বিভিন্ন সেক্টরের মানুষজন প্রতিবাদী হয়ে উঠে ওইসব গাছ কর্তন বন্ধ করে দেয়। এ সময় সেখানে শতশত মানুষ গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন করে। এসপি অফিসের সামনে মানববন্ধনে অংশ নেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা কিংস ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সহ স্থানীয় বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিসহ প্রমুখ। এলাকাবাসীর অভিযোগ সৌন্দর্যবর্ধনে ওই সকল তাজা শতবর্ষের কাঠ বাদাম ২টি এবং মিনজিরি ২টিসহ চারটি গাছ গোপন টেন্ডারে বিক্রি করে জেলা পরিষদ। গাছ চারটির মূল্য প্রায় ৫ লাখ হলেও টেন্ডারে ১ লাখ ১১ হাজারে বিক্রি করা হয় উকিলের মোড় কাঠ ব্যবসায়ী সহিদুল ইসলামকে দেয়া হয়।
×