ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অগ্নিকাণ্ডে ৭২ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:৪১, ১৮ জানুয়ারি ২০১৯

অগ্নিকাণ্ডে ৭২ বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে জেলা সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ৭২টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে। কুন্দুপুকুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী জানান, গ্রামের জাহিদুল ইসলামের বাড়ির বিদ্যুতের শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে বাতাসে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গ্রামের জাহিদুল ইসলামসহ ৩৮ পরিবারের টিনের ও বাঁশের তৈরি ৭২ ঘর পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান জানান, ক্ষতিগ্রস্তদের সরকারীভাবে শুকনো খাবার, ৩০ কেজি করে চাল, তিনটি করে কম্বল ও তিন হাজার করে টাকা দুপুরে বিতরণ করা হয়েছে। বাউফলে জমি নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত সাত নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ জানুয়ারি ॥ জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাউফলের পূর্ব নওমালা এলাকায় বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৭জন আহত হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে আজাহার মুসলমান গংয়ের সঙ্গে একই বাড়ির ফিরোজ মুসলমান গংয়ের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে সেই বিরোধেদের জের ধরে উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সংঘর্ষে ৭ জন আহত হয়। আহতরা হলেন ফাতিমা, ফাহিমা, নূরজাহান, সাফিয়া, সাদিয়া, সাফিয়া, সাহরাব মুসলমান ও রুহুল মুসলমান। এদের মধ্যে ফাতিমা ও ফাহিমাকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×