ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে গভীর রাতে দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:৪১, ১৮ জানুয়ারি ২০১৯

ঝালকাঠিতে গভীর রাতে দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৭ জানুয়ারি ॥ রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে গোপাল বিশ্বাসকে স্ত্রীসহ পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। গোপাল বিশ্বাস ও তার স্ত্রী প্রাণে বেঁচে গেলেও তাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ৩ টায় দোকানে গোপাল বিশ্বাস ও তার স্ত্রী অন্যান্য দিনের মতো রাত যাপন করছিল। বাইরে থেকে চারদিকের দরজায় তালা লাগিয়ে আগুন দেয়া হয়। গোপাল বিশ্বাস দোকানের উপরের চালায় উঠে পাশের একটি সুপারিগাছ বেয়ে নেমে আসে। এই ঘটনায় ১৮ লাখ টাকার মালামাল ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে মর্মে গোপাল বিশ্বাস দাবি করেছে। ঘটনার পর পুলিশের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২০১৪ সালের ৪ মার্চ গোপাল বিশ্বাসের জায়গা দখল করতে ব্যর্থ হয়ে একই এলাকার সিদ্দিক মিয়া তার লোকজন নিয়ে বাড়ির মন্দির আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় মামলা হয়েছে এবং মামলাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গোপাল বিশ্বাসের ধারণা, মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য- প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রায়ে সাজা হতে পারে আশঙ্কায় প্রতিহিংসাপরায়ণ হয়ে সিদ্দিক মিয়া এ কাজ করেছে। সিলেটে গৃহবধূ ও মাদ্রাসাছাত্র নিখোঁজ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ওসমানীনগরে এক গৃহবধূ ও এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে ওসমানীনগর থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির বকশীপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী লিলি বেগম (২৩) ১২ জানুয়ারি নিখোঁজ হন। ওই দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলে না। নিখোঁজের বিষয়ে লিপির স্বামী সেলিম মিয়া ১৩ জানুয়ারি ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। এদিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া গ্রামের মৃত মিরবক্সের পুত্র বিলাল আহমদ (১৮) নামের এক মাদ্রাসাছাত্র ৫ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের দিন বিকেলে উপজেলার আল বারী ফুরকানিয়া মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় বিলাল। কিন্তু ওই দিন সে মাদ্রাসার হোস্টেলে যায়নি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিলালের বড় ভাই সোহেল ১১ জানুয়ারি ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
×