ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ছাত্রী প্রহৃত ॥ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪২, ১৮ জানুয়ারি ২০১৯

কালকিনিতে ছাত্রী প্রহৃত ॥ প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৭ জানুয়ারি ॥ বাল্যবিয়ে মেনে না নেয়ায় কালকিনিতে শুকতারা আক্তার-(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন করা হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার সাহেবরামপুর গ্রামের সালাম আকনের বড় ছেলে ইতালি প্রবাসী রোমনের (৩০) সঙ্গে পাঙ্গাশিয়া গ্রামের মোফাজ্জেল হাওলাদারের মেয়ে শুকতারা আক্তারকে না জানিয়ে গোপনে বিয়ে ঠিক করেন পরিবারের লোকজন। এ বাল্যবিয়ের খবর ওই শিক্ষার্থী জানতে পেরে ওই প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে রোমন আকনের ছোট ভাই শামন আকন তার লোকজন নিয়ে গত মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা রয়েছে। মাদারীপুরে তিন শিবির নেতা আটক ॥ অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ জানুয়ারি ॥ নাশকতার অভিযোগে জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৫টি পেট্রোলবোমা, ৩টি রামদা, ৪টি ল্যাপটপ, চাঁদা আদায়ের রসিদ, সদস্য ফরম ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়। বুধবার রাতে শহরের সৈদারবালী এলাকা থেকে তাদের আটক করা হয়। মামলা দায়েরর পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন (২৫), জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন সরদার (২৪) ও রাজৈর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান খালাসী (২২)। এদের মধ্যে আটক জাকির কালকিনি উপজেলার ক্রোকিরচর গ্রামের আবুল হোসেনের ছেলে ও মেজবা একই উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের ইমারত সরদারের ছেলে এবং আরমান রাজৈর উপজেলার দুর্গাবর্দীর এলাকার মনির হোসেনের ছেলে।
×