ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ

প্রকাশিত: ০৬:০৫, ১৮ জানুয়ারি ২০১৯

সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম । বুধবার এ রিটের ওপর শুনানি শেষ করে আদেশের জন্য বৃহস্পতিবার রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে আদেশের সময় রিটকারী পক্ষের আইনজীবী আদালতে বলেন, তারা রিটটি উপস্থাপন করতে চান না। কিন্তু এ্যাটর্নি জেনারেল তাতে আপত্তি জানিয়ে রিটের ওপর আদেশ চান আদালতের কাছে। পরে আদালত রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়। আদালতের আদেশের পর মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তারা এই আবেদন নিয়ে হাইকোর্টের অন্য বেঞ্চে যাবেন। অন্যদিকে আদেশের পর এ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার ক্ষুণœ হলেই কেবল সংক্ষুব্ধ কোন ব্যক্তি রিট আবেদন করতে পারেন। কিন্তু আবেদনকারী তাহেরুল ইসলাম তৌহিদ সংসদ সদস্যও না, একাদশ সংসদ নির্বাচনেও অংশ নেননি। তাই তার মৌলিক অধিকার ক্ষুণœ হয়েছে, এটা বলা যাবে না। আমরা আদালতে এই যুক্তি তুলে ধরে বলেছি, রিট আবেদনটি রক্ষণীয় নয়। পরে আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে। এর আগে সোমবার দশম জাতীয় সংসদ না ভেঙ্গে দিয়ে নতুন সংসদ গঠন করায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ রিট দায়ের করেন। গত ৮ জানুয়ারি সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙ্গে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নেয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পীকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনী নোটিস দেয়া হয়। সুপ্রীমকোর্টের আইনজীবী মোঃ তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে নোটিসটি দেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। নোটিসে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙ্গে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী। কিন্তু সে নোটিসের কোন জবাব না পাওয়ায় হাইকোর্টে এই রিট দায়ের করা হয়। গত ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা স্পীকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহণ করেন। এরপর ৭ জানুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য। নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেন।
×