ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে বাসচাপায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৬:০৬, ১৮ জানুয়ারি ২০১৯

রংপুরে বাসচাপায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৭ জানুয়ারি ॥ পীরগঞ্জে বাসচাপায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে স্থানীয়রা। পীরগজ্ঞ থানার ওসি সরেস চন্দ্র জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে পীরগঞ্জ উপজেলার কাউয়াপুকুর থেকে মোটরসাইকেল আরোহী তিনজন রংপুর ঢাকা মহাসড়কের বিশমাইলে ওঠা মাত্র ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। নিহতরা হলেন, পীরগঞ্জ উপজেলার হরিরাম শাহাপুর গ্রামের শাহিনুর রহমান (২৪), মুশফিকুর রহমান (১৫) ও রুমি আখতার (২২)। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লালদিঘী থেকে বিশমাইল এলাকা পর্যন্ত রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বগুড়া ॥ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজা (২৮) ও ফজলুল হক লেবু (৬৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক জন আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তাদের বাড়ি কাহালুর দুর্গাপুর ইউনিয়নে। পথে জামগ্রাম কালিপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অপর জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত ॥ নিজস্ব সংবাদদাতা দৌলতপুর (কুষ্টিয়া) থেকে জানান, সড়ক দুর্ঘটনায় শুভ (৮) নামের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে ইটবোঝাই ট্রলির চাপায় ওই স্কুলছাত্র নিহত হয়। সে পাকুড়িয়া স্কুলপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে এবং পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় ইটবোঝাই ট্রলি, ট্রলির চালক মিথুন (২৫) ও হেলপার বকুলকে (১৭) আটক করেছে পুলিশ। নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
×