ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হজযাত্রীদের বিমান ভাড়া ১০ হাজার টাকা কম

প্রকাশিত: ০৬:০৬, ১৮ জানুয়ারি ২০১৯

হজযাত্রীদের বিমান ভাড়া ১০ হাজার টাকা কম

বিডিনিউজ ॥ চলতি বছর যারা হজ করতে সৌদি আরব যাবেন, তাদের বিমান ভাড়া লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা, যা গতবারের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কম।সচিবালয়ে বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এ কথা জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর যাত্রীপ্রতি ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। এ বছর তা কমিয়ে আনা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ, বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, ধর্মসচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের উর্ধতন কর্মকর্তা এবং হজ এজেন্সিগুলোর সংগঠন হাব ও ট্র্যাভেল এজেন্টদের সংগঠন আটাবের প্রতিনিধিরা আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নতুন সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর শেখ মোঃ আবদুল্লাহ বলেছিলেন, প্রতিবছরই হজের মৌসুমে নানা অনিয়মের অভিযোগ ‘স্বাভাবিক ঘটনায়’ পরিণত হয়েছে। তিনি চান না, হজ নিয়ে এবার কোন কথা হোক। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পান। নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ‘ব্যক্তিগত কারণে’ তাদের মধ্যে ৬২৭ জন যেতে পারেননি। গত বছর হজযাত্রীদের মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন জেদ্দায় পৌঁছান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে। বাকিদের সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে সৌদি আরবে পাঠানো হয়।
×