ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে দুদকের মামলায় পেট্রোল পাম্প মালিকের জেল

প্রকাশিত: ০৬:০৮, ১৮ জানুয়ারি ২০১৯

ফরিদপুরে দুদকের মামলায় পেট্রোল পাম্প মালিকের জেল

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ জানুয়ারি ॥ দুর্নীতি দমন কমিশন সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের দায়ের করা মামলায় ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে মেসার্স মহসিন এ্যান্ড ব্রাদার্স নামে একটি পেট্রোল পাম্পের মালিক মোঃ মহসিন মিয়াকে দুটি অভিযোগে ১০ বছরের স্বশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার বিশেষ জজ আদালতের বিচারক মোঃ মতিয়ার রহমান এ রায় দেন। মহসিন মিয়া ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা মহল্লার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি মহসিন মিয়া আদালতে হাজির ছিলেন। আদালত একটি ধারায় মহমিন মিয়াকে অত্মাসাতের অভিযোগে তিন বছর স্বশ্রম কারাদ- ও নগদ ৬৬ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে। অপর ধারায় প্রতারণার অভিযোগে তাকে ৭ বছর স্বশ্রম কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে। ফরিদপুর রূপালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক খান শহীদুল ইসলাম জানান, ২০০০ সালে মেসার্স মহসিন এ্যান্ড ব্রাদার্সের মালিক মোঃ মহসিন মিয়া রূপালী ব্যাংক ফরিদপুর শাখার তৎকালীন ব্যবস্থাপক সেকেন্দার আলীর সঙ্গে যোগসাজসে নিয়ম বহির্ভূতভাবে ৬৬ লাখ ৪২ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাত করেন।
×