ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জমি ফিরে পেতে বৃদ্ধ মায়ের আকুতি

প্রকাশিত: ০৬:০৮, ১৮ জানুয়ারি ২০১৯

জমি ফিরে পেতে বৃদ্ধ মায়ের আকুতি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ জানুয়ারি ॥ ৭৭ বছর বয়সী রোয়াজান বেওয়ার নিজ নামীয় জমি গোপনে রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে তারই আপন সন্তান নজরুল ও সায়রা বেগমের বিরুদ্ধে। বর্তমানে নিজের নামে জমি না থাকায় কোন সন্তানই তার ভরণ-পোষণের দায়িত্ব নিতে নারাজ। তাই বাধ্য হয়েই নিজ নামীয় সাড়ে ৪৪ শতাংশ জমি ফেরত পেতে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন প্রতারণার শিকার ওই বৃদ্ধা। এ সময় তার ছেলে মতিউর রহমান, নজিবুদ্দিন, রমজান আলী, মিজানুর রহমান ও মেয়ে সফুরা বেগম উপস্থিত ছিলেন। প্রতারণার শিকার রোয়াজান বেওয়ার বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মোল্লা পাড়া গ্রামে। সংবাদ সম্মেলনে রোয়াজান বেওয়া বলেন, ৩০ বছর আগে স্বামীকে হারানোর পর তার অন্য ছেলেরা পৃথকভাবে সংসার চালাচ্ছে। গত বছরের জুন মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার সন্তান নজরুল ও সায়রা বেগম। ওই বৃদ্ধা অভিযোগ করে বলেন, এ সময় চিকিৎসাজনিত কারণে অনেক কাগজপত্রে ওই বৃদ্ধার সই নেন তারা। কিন্তু এখন তার নিজ নামে কোন জমি না থাকায় কোন সন্তানই তার ভরণ-পোষণ নিতে চাচ্ছে না। এরপর গত ১ জানুয়ারি প্রতারক ছেলে মেয়ে রোয়াজান বেওয়ার নিজ নমাীয় নাজিরপুর মৌজার ২৭৭ ও ৩২৬ নম্বর দাগের সাড়ে ৪৪ শতাংশ জমি তাদের বলে দাবি করেন। এ ঘটনায় রোয়াজান বেওয়ার অন্য ছেলে মেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন ৬ ওয়ারিশদের গোপন করে তাদের মায়ের সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়েছে নজরুল ও সায়রা বেগম।
×