ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টকে জনগণ প্রত্যাখ্যান করেছে ॥ আনিসুল হক

প্রকাশিত: ০৬:১০, ১৮ জানুয়ারি ২০১৯

ঐক্যফ্রন্টকে জনগণ প্রত্যাখ্যান করেছে ॥ আনিসুল হক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ঐক্যফ্রন্টকে জনগণ প্রত্যাখ্যান করেছে। কোনটা ভাল কোনটা মন্দ এটা বোঝার জ্ঞান যাদের নেই তাদের সঙ্গে ঘর করা যায় না, তাই তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে। ঐক্যফ্রন্টকে উদ্দেশ করে তিনি আরও বলেন, তারা (ঐক্যফ্রন্ট) কনডেম, তাদের কখনও বিশ্বাস করবেন না। তারা এখন পুনর্নির্বাচনের দাবি করে বেড়ায়। এটা তাদের পৈত্রিক সম্পত্তি নয় যে তারা বললেই পুনর্নির্বাচন হবে। তারা কোন কথা বলে দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে আপনারা তার সমূচিত জবাব দিবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের উন্নয়ন কেউ ব্যাহত করতে পারবে না। আমরা তা হতে দেব না। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বর্তমান সরকার তা আরও সুদৃঢ় করবে। এ পাঁচ বছরে এমন উন্নয়ন করতে হবে যাতে আগামী ৫০ বছরে আর কোন উন্নয়ন করতে না হয়। সেই মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন আমাদের সকলের চাহিদা। এ চাহিদা পূরণে শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে। মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলা পরিষদ মার্কেট চত্ব¡রে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট রাশেদুর কাওসার ভূইয়া জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক কাজী মোঃ আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
×