ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:৫৫, ১৮ জানুয়ারি ২০১৯

ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হচ্ছে আজ

রুমেল খান ॥ অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ মাঠে গড়াচ্ছে আজ শুক্রবার থেকে। এটা প্রিমিয়ার লীগের একাদশতম আসর। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখী হবে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৬টায় পরের ম্যাচে গত লীগের রানার্সআপ শেখ জামাল ধানম-িকে মোকাবেলা করবে কাগজে কলমের শীর্ষ ও সবচেয়ে দামী দল বসুন্ধরা কিংস। আসলে ফেডারেশন কাপ শেষ হওয়ার পরপরই নবেম্বরে শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লীগের। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের অজুহাতে লীগের তারিখ পিছিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই সময়ের মধ্যে কয়েকদিনের যে গ্যাপটি ছিল, এই গ্যাপের মধ্য বাফুফে আয়োজন করে স্বাধীনতা কাপ। অথচ ২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতেই একবার স্বাধীনতা কাপ অনুষ্ঠিত হয়েছিল। যা হোক, একসময় দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয় ১৮ জানুয়ারি থেকে লীগ শুরু হবে। কিন্তু কিছু মাঠ প্রস্তুত না থাকায় এবং একটি ক্লাবের আপত্তিতে লীগ পেছাতে পারে বলে গুজব ছড়িয়ে পড়ে। বাকি ক্লাবগুলো এতে ফুঁসে ওঠে। অবস্থা বেগতিক দেখে বাফুফে ১৮ তারিখেই লীগ শুরুর ঘোষণা দেয়। তবে এতে ভেন্যু কমে গেছে একটি। নিয়মিত মাঠে লীগ থাকলেও হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ কোন আসরেই পূর্ণতা পায়নি। গত আসরে তো এক বঙ্গবন্ধুতেই হয়েছে ১২ দলের হোম এ্যান্ড এ্যাওয়ে ম্যাচ! তবে এএফসির চাপের মুখে এবার ঢাকার গ-ি পেরিয়ে দেশব্যাপী মোট ছয় ভেন্যুতে বাফুফে আয়োজন করছে লীগ। সঙ্গে অংশ নিচ্ছে ১৩ ক্লাব। যার মধ্যে বসুন্ধরা, ঢাকা আবাহনী, শেখ জামালসহ শিরোপা রেসে থাকার মতোই অন্তত ৫ দল। প্রতি ক্লাবেই এবার চার বিদেশী খেলবে। এর মধ্যে একজন করে খেলবেন এশিয়ান কোটায়। ঘরোয়া ফুটবলে বিশ্বকাপে খেলে আসা ফুটবলার (বসুন্ধরায়)। সবমিলিয়েই আসন্ন লীগটা যে জমজমাট হচ্ছে, তা আন্দাজ করে ফুটবলপ্রেমীদের মাঝে লীগ উপভোগের তাড়না জেগে উঠেছে বেশ ভালমতোই। ঢাকা আবাহনীর সামনে এবার সার্বিকভাবে তৃতীয় এবং দ্বিতীয় প্রিমিয়ার লীগে হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেছেন, ‘আমরা লীগের বর্তমান চ্যাম্পিয়ন। সেটা চাপ হিসেবে না নিয়ে প্রতিবারের মতো এবারও শুরুটা ভাল করতে চাই এবং সেই ভালটা শেষ পর্যন্ত নিয়ে যেয়ে লীগের শিরোপা জিততে চাই।’ অন্যদিকে আবাহনীর সামনে নিতান্তই শিশু নোফেল (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর) স্পোর্টিং ক্লাব। শক্তিধর প্রতিপক্ষকে সমীহ করলেও ভাল খেলা উপহার দিয়েই লীগ শুরু করতে চায় তারা। এ মৌসুমে তারা ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের সঙ্গে ১-১ গোলে ড্র করে সবাইকে চমকে দিয়েছিল। লীগেও এমন বড় বড় চমক দেখাতে নিজেদের সেরাটা উপহার দেয়ার প্রত্যাশা ক্লাবটির। অন্যদিকে গত আসরে অল্পের জন্য শিরোপাধারী হতে পারেনি শেখ জামাল। লীগের রানার্সআপ দলটি এবার শিরোপা জিততে মরিয়া। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিধর বসুন্ধরা কিংস। কিন্তু সেরা পারফর্মেন্স দিয়েই ভাল শুরু করার লক্ষ্য নাইজিরিয়ান কোচ জোসেফ আফুসির। মৌসুমের সব শিরোপা ঘরে তোলার লক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে তারকা ফুটবলার আর ভাল মানের বিদেশী নিয়ে ঢাকঢোল পিটিয়ে রাজকীয় এক দল বদলই করেছে পেশাদার লীগের নবাগত আরেক ক্লাব বসুন্ধরা কিংস। তাদের বড় চমক বিশ্বকাপে খেলে আসা ফুটবলার কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্ড্রেস। ফেডারেশন কাপে রানার্সআপ হলেও স্বাধীনতা কাপের শিরোপা জিতে নিয়েছে তারা ঠিকই। দলের স্প্যানিশ কোচ কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আশা করছি এবার অনেক জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লীগ হবে। স্বাধীনতা কাপের সাফল্য ধরে রেখে প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের জন্য খেলব। এবং সেই সামর্থ্য আমাদের আছে।’ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ মোট ছয় ভেন্যুতে হবে লীগ। অন্য ভেন্যুগুলো হচ্ছেÑ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়াম।
×