ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলীর নামে বিমানবন্দর

প্রকাশিত: ০৬:৫৫, ১৮ জানুয়ারি ২০১৯

আলীর নামে বিমানবন্দর

স্পোর্টস রিপোর্টার ॥ ১৭ জানুয়ারি। মোহাম্মদ আলীর জন্মদিন। বেঁচে থাকলে ৭৭ বছরে পা রাখতেন যুক্তরাষ্ট্রের বক্সিং কিংবদন্তি। ২০১৬ সালে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান এ মহানায়ক। তাকে স্মরণে রাখতে জন্মস্থান লুইসভিল বিমানবন্দরকে মোহাম্মদ আলীর নামে নামকরণ করা সিদ্ধান্তের কথা জানিয়েছেন শহরটির মেয়র। ১৯৪২ সালে কেন্টাকি প্রদেশের লুইসভিলে জন্ম নেন আলী। তার কল্যাণেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে লুইসভিলের নাম। যার জন্য শহরটির এত খ্যাতি, তার জন্য কিছু করতে পারার এ উদ্যোগ খুবই সামান্য বলছেন মেয়র গ্রেগ ফিসার। ‘মোহাম্মদ আলী সারাবিশ্বের মানুষের আদর্শ, কিন্তু তার জন্মস্থান কেবল একটিই। সৌভাগ্যবশত সেটি আমাদের লুইসভিল। আলী বিশ্বজুড়ে মানুষের মুখে মুখে নেয়া সবচেয়ে বেশি নামের একটি। তাকে নিয়ে প্রতিটি প্রান্তেই কথা হয়। তিনি মানবতা ও খেলাধুলায় যে উদাহরণ সৃষ্টি করে গেছেন, তা এখনও কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয়। শহরের মানুষ হিসেবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন তার নামে বিমানবন্দরের নামকরণ হবে অসাধারণ এক উদ্যোগ।’ আলীর জন্মদিনের একদিন আগে এই ঘোষণা দেন গ্রেগ ফিসার। সিদ্ধান্ত জুনে কার্যকর করা হবে। ওই মাসে পুরো লুইসভিলজুড়ে পালন করা হবে ‘আই এ্যাম আলী’ উৎসব। ঘরবন্দী হার্দিক পান্ডিয়া স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের অতিথি হয়ে নারী বিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়া লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়াকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সিরিজের মাঝপথেই তাদের অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এই ঘটনা দুজনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বেশি সমালোচিত হন পান্ডিয়া। আর সামাজিকভাবে এতটাই হেয়প্রতিপন্ন হয়েছেন যে, জনসম্মুখে যেতেই ভয় পাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। বাড়িতে ফিরে ছেলে এখন পর্যন্ত ঘরের বাইরে পা ফেলেননি বলে জানিয়েছেন পান্ডিয়ার বাবা হিমাংশু। ছেলের অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়া থেকে ফেরার পর একবারও বাড়ির বাইরে পা রাখেনি। ধরছে না ফোনও। গত মঙ্গলবার ছিল হিন্দু ধর্মাবলম্বীদের ‘মকর সংক্রান্তি’ উৎসব। আর এমন উৎসবের দিনেও ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকেন পান্ডিয়া। পুরোটা দিন কাটান বারোদার বাড়িতেই।
×