ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হেরেও শেষ আটে রিয়াল, বিদায় এ্যাটলেটিকোর

প্রকাশিত: ০৬:৫৬, ১৮ জানুয়ারি ২০১৯

হেরেও শেষ আটে রিয়াল, বিদায় এ্যাটলেটিকোর

স্পোর্টস রিপোর্টার ॥ এমন বিশ্রী চেহারা রিয়াল মাদ্রিদের শেষ কবে হয়েছিল তা বোধ করি বেশিরভাগই ভুলে গেছেন। সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল ছাড়ার পর ধারাবাহিকভাবে ব্যর্থতার স্বাক্ষর রেখে চলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। যেন তেন মানের দলের কাছে হারটাও এখন নিয়মে পরিণত হয়েছে গ্যালাক্টিকোদের। স্পানিশ কোপা ডেল’রেতে আরেকবার এ প্রমাণ রেখেছে। বুধবার রাতে আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে দুর্বল লেগানেসের মাঠে ১-০ গোলে হেরেছে সফরকারী রিয়াল। লজ্জার এই হারের পরও অবশ্য কোয়ার্টার ফাইনালে উঠে গেছে সান্টিয়াগো সোলারির দল। কেননা শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ৩-০ গোলে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে তাই ৩-১ গোলের জয় নিয়ে শেষ আটের ছাড়পত্র পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল কোনরকমে উতরে গেলেও ঠিকই বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের। প্রথম লেগে জিরোনার মাঠে ১-১ গোলে ড্র করে আসা দিয়াগো সিমিওনের দল পরশু রাতে নিজেদের মাঠে ৩-৩ গোলে ড্র করে। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতা হয়। কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে জিরোনা। লেগানেসের বিপক্ষে সেরা একাদশে ছিলেন না রিয়ালের তিন তারকা। ইনজুরিতে ছিটকে গেছেন গ্যারেথ বেল, করিম বেনজেমা ও গোলকিপার থিবো কোর্তোয়া। আর এই সুযোগটাই কাজে লাগায় লেগানেস। ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। স্রোতের বিপরীতে ব্যবধান গড়ে দেন মার্টিন ব্রেথওয়েট (১-০)। পিছিয়ে পড়ে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। একাধিক সুযোগ পেয়েছিলেন দলের ফুটবলাররা। তবে গোলের দেখা পাননি। চলতি মৌসুমে এটি রিয়ালের দশম হার। ১৯৯৮-৯৯ মৌসুমের পর সবচেয়ে বাজে মৌসুম শুরু তাদের। অর্থাৎ সবশেষ ২০ বছরে সবচেয়ে খারাপ শুরু হয়েছে রিয়ালের। ওই সময় গাস হিডিস্কের অধীনে এমন দশা হয়েছিল মাদ্রিদ রাজাদের। এই মৌসুমে মোট ৩২ ম্যাচ খেলে ১০টিতেই হেরেছে রিয়াল। তার উপর আট ম্যাচে গোলই করতে পারেননি রিয়াল ফুটবলাররা। গত মৌসুমে মোট ৬২ ম্যাচ খেলে ৩৯ জয় পেয়েছিল রিয়াল। ড্র ১৪টিতে এবং হেরেছিল ৯টিতে। এবার অর্ধেক ম্যাচ খেলেই হারের দুই অঙ্ক ছুঁয়ে ফেলেছে তারা।
×