ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএল শেষ ওয়ার্নারেরও!

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ জানুয়ারি ২০১৯

বিপিএল শেষ ওয়ার্নারেরও!

স্পোর্টস রিপোর্টার ॥ স্টিভেন স্মিথের বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) খেলা আগেই শেষ হয়েছে। এবার ডেভিড ওয়ার্নারেরও বিপিএল শেষ হয়ে গেল! সিলেট পর্ব শেষে, সিলেট সিক্সার্সের হয়ে আর দুটি ম্যাচ খেলে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরবেন ওয়ার্নার। ডান কনুইয়ে চোট। সেই চোট মারাত্মক আকার ধারণ করার আগেই চিকিৎসা করাতে অস্ট্রেলিয়াতে ফিরে যেতে হচ্ছে ওয়ার্নারকেও। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২১ জানুয়ারি অস্ট্রেলিয়া উদ্দেশে বিমানে চড়বেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়াই (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে। এবারই প্রথম বিপিএলে খেলতে এসেছিলেন ওয়ার্নার। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২ জয় ও ৩ হারে ষষ্ঠ স্থানে আছে সিলেট। সবকটিতেই খেলেছেন তিনি। দলটিকে নেতৃত্বও দিচ্ছেন অজি ওপেনার। ব্যাট হাতে ছন্দেও ফিরেছেন। বুধবার যেমন রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছেন ৩৬ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস। এতে জয়ের ধারায়ও ফিরেছে সিলেট। সিলেটে ‘হোম ভেন্যুতে’ই খেলছে সিলেট। এমন অবস্থায় দুঃসংবাদ সিলেট দলকে ঘিরে ধরল। দল ত্যাগ করতে হচ্ছে বাঁহাতি মারকুটে ব্যাটসম্যানকে। সিএ মুখপাত্র জানিয়েছেন, ডেভিডের ডান কনুইয়ে কিছু ব্যথা আছে। চলতি মাসের ২১ তারিখ (জানুয়ারি) সে অস্ট্রেলিয়া ফিরে আসছে। তবে আশা করা হচ্ছে, ফিরে না আসা পর্যন্ত বিপিএল খেলবে। দেশে ফিরলে তার চিকিৎসা করা হবে। ধারণা করা হচ্ছে, তা থেকে সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে। সিএ দাবি করছে, অস্ট্রেলিয়া ফিরে না যাওয়া পর্যন্ত ওয়ার্নার বিপিএলে সিলেটের হয়ে খেলবেন। তাহলে সিলেট পর্বে সিলেটের আরও দুটি ম্যাচ আছে। সেই দুটি খেলার সম্ভাবনা আছে। কিন্তু দেশে ফিরে যাওয়ার যখন অবস্থা, তখন কী আর খেলতে পারবেন ওয়ার্নার? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আজ ও আগামীকাল সিলেটের ম্যাচ রয়েছে। ম্যাচ দুটি খেলতে পারেন ওয়ার্নার। তবে টুর্নামেন্টে দলটির শেষ ৫ ম্যাচে খেলবেন না তিনি, সেটা এক রকম নিশ্চিত। গেল বছরের মার্চে বহুল আলোচিত কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন ওয়ার্নার। আগামী ২৮ মার্চ তার ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠে যাবে। এ মুহূর্তে জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি। চিকিৎসা ও পুনর্বাসন শেষে আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজে অজি দলে ফিরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ওয়ার্নাররা বর্তমানে সিলেটে আছে। আজ প্রথম ম্যাচে ওয়ার্নাররা খেলবেন সাকিবদের ঢাকার বিপক্ষে। পরের দিন, শনিবার রংপুরের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। বিপিএলের ষষ্ঠ আসরের সিলেট পর্ব শেষ করে দেশে ফিরবেন ওয়ার্নার। বল বিকৃতি কাে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা দুই অজি ক্রিকেটারের মধ্যে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ডেভিড ওয়ার্নার সিলেটের অধিনায়কের দায়িত্বে ছিলেন। এর মধ্যেই ইনজুরিতে পড়ে দেশে ফিরে গেছেন স্মিথ। তার আর ফেরা হবে না। এখন ওয়ার্নারকেও তার পথ ধরে বাড়ি ফিরে যেতে হচ্ছে। বিপিএলের প্রথম দিক থেকেই ডান কনুইতে ব্যথা অনুভব করছেন ওয়ার্নার। কিন্তু ব্যথা আগের থেকে বেড়ে যাওয়ায় ইনজুরির মাত্রা পরীক্ষা ও তার চিকিৎসা করাতে অস্ট্রেলিয়া ফিরে যেতে হচ্ছে ওয়ার্নারকে। এখন পর্যন্ত সিলেটের জার্সি গায়ে ৫ ম্যাচ খেলা ওয়ার্নারের রান ৩৫.২৫ গড়ে ১৪১। চিকিৎসা শেষে আবার ফিরবেন কিনা তা এখনও জানানো হয়নি। এদিকে সিক্সার্স কর্তৃপক্ষ আশা করছে বাকি সব ম্যাচেই তারা ওয়ার্নারকে পাবেন। এ নিয়ে তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গেও কথা বলবেন বলে জানা যায়। তা সময়ই বলে দেবে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যেহেতু ওয়ার্নারকে দেশে ফিরিয়ে নিতে ভাবছে, যেমনভাবে স্মিথকে নেয়া হয়েছে; সেখানে বিপিএলের সিলেট সিক্সার্স ওয়ার্নারকে রেখে দিতে পারে কিনা, তা সময়ই বলে দেবে। ২১ জানুয়ারির মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। ওয়ার্নার যাবেন, না বিপিএলের বাকি ম্যাচগুলো খেলবেন। আপাতত সিএ’র ওয়ার্নারকে ফিরিয়ে নেয়ার বিষয়টিই যদি নিশ্চিত হয়, তাহলে বিপিএল শেষ ওয়ার্নারের!
×