ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল ম্যাচ ঘিরে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ জানুয়ারি ২০১৯

বিপিএল ফুটবল ম্যাচ ঘিরে সংবাদ সম্মেলন

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ ম্যাচ ঘিরে প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি ঘিরে বৃহস্পতিবার দুপুরে শেখ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করেছে আয়োজকরা। বসুন্ধরা কিংস ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ। সংবাদ সম্মেলনে মিনহাজ বলেন, ভেন্যুটিতে আগামী ২৩ জানুয়ারি শুরু হবে বিপিএলের ৭ খেলা। নীলফামারীর উদ্বোধনী খেলায় বসুন্ধারা কিংসের সঙ্গে লড়বে ঢাকা আবাহনী লিমিটেড। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে অন্য খেলা। মুন আরও বলেন, প্রতি খেলা শুরু হবে বিকেল তিনটায়। দর্শনার্থী টিকেট ছাড়া হবে ১৯ জানুয়ারি। টিকেটের দাম ৩০, চেয়ার ১৫০ এবং ভিআইপি ৫০০ টাকা। স্টেডিয়ামসহ শহরে টিকেট পাওয়া যাবে জেলা ক্রীড়া সংস্থার নির্ধারিত স্থানে। স্টেডিয়ামের ধারণক্ষমতা ২০ হাজার। নীলফামারীর এই স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বসুন্ধরা কিংস। বিপিএল পর্যায়ের প্রথম ভেন্যু হলেও গত বছরের ২৯ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কার জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল সেটির।
×