ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বালক একক ও দ্বৈতে বাংলাদেশ ফাইনালে

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ জানুয়ারি ২০১৯

বালক একক ও দ্বৈতে বাংলাদেশ ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাঙ্ককে চলমান ‘আইটিএফ এশিয়ান অ-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ : ডিভিশন-২’-এর দ্বিতীয় প্রতিযোগিতার বালক এককের সেমিফাইনালে বাংলাদেশের মাহাদী হোসেন আলভি নেপালের আরিয়ান গিরিকে হারিয়ে এবং বালক দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশের রুমান হোসেন ও পাকিস্তানের হামিদ ইসরার গুল জুটি ইরানের আমিরালী ঘাভাম ও জর্দানের জাঈদ মাশনিকে হারিয়ে ফাইনালে ওঠে। বালক এককের অপর সেমিতে বাংলাদেশের রুমান হোসেন জর্দানের মোহাম্মদ আলকাটপর কাছে হেরে যায় এবং স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশের জুবায়েদ উৎস নেপালের অরব হাদার কাছে হেরে যায়। বালিকা দ্বৈতের সেমিতে বাংলাদেশের মাসফিয়া আফরিন মঙ্গোলিয়ার এখরিলগুন বারবায়াকে জুটি নিয়ে মঙ্গোলিয়ার মারালগো ও মাতা জুটির কাছে হেরে যায়। বালিকা এককের স্থান নির্ধারণী খেলায় মাসফিয়া আফরিন কিরঘিজস্তানের এলিজাভেথ কিভাকে, সাদিয়া আফরিন কম্বোডিয়ার শ্রে নথ চাইমকে হারালেও সুবর্ণা খাতুন নেপালের শুভাঙ্গী লাক্সি শাহর কাছে হেরে যায়। বাংলাদেশের স্বর্ণ স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক গোজো রিও কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। সাভারের জিরানির বিকেএসপিতে ছয় দেশের অংশগ্রহণে এই আসরের ক্যাডেট কুমিতে গার্লস ইভেন্টে বাংলাদেশের সুর্বণা সুলতানা স্বর্ণ, একই দেশের রাইসা জেসিন কিবরিয়া এশা রৌপ্য এবং ভারতের সুপ্রিয়া সিংঘা তা¤্রপদক লাভ করেন।
×