ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:২৬, ১৮ জানুয়ারি ২০১৯

নতুন গবেষণা

লেজার নেইল প্রিন্টার শখের বসে নখের ওপরে নানা রঙের নকশা করে অনেকেই। এবার নিজের বা প্রিয়জনের ছবিও প্রদর্শন করা যাবে। এ জন্য ঘণ্টার পর ঘণ্টা সময়ও নষ্ট হবে না। এই লেজার নেইল প্রিন্টারের নিচে ৩০ সেকেন্ড আঙ্গুল রাখলেই নখে ছবি প্রিন্ট হয়ে যাবে। আগামী মাসে বাজারে আসবে। দাম পড়বে ৬৯৯ ডলার। এলসিডি ডেস্কজিম অফিসে কাজের সময়ই ব্যায়াম করার সুযোগ দেবে ‘ডেস্কজিম’। বিশেষ ধরনের ডেস্কটিতে ব্যায়ামের উপযোগী সাইকেল থাকায় কাজের ফাঁকে পেডেল চেপে ব্যায়াম করা যাবে। শুধু তা-ই নয়, এলসিডি স্ক্রিন থাকায় ব্যায়ামের সময় রক্তচাপ এবং কতবার পেডেল চাপা হয়েছে তা-ও জানা যাবে। সূত্র : সায়েন্স ডেইলি
×