ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুটি কবিতা ॥ ফারুক মাহমুদ

প্রকাশিত: ০৭:৪৬, ১৮ জানুয়ারি ২০১৯

দুটি কবিতা ॥ ফারুক মাহমুদ

বিশদ বিদ্যার চেয়ে শুনি তবে মানুষের বেদনার ভাষা কোথা থেকে শুরু ছিল (প-শ্রম) কেন ফিরে আসা অবিকল্প কষ্ট নয়-প্রচলন-প্রতিভার ফাঁকে বিষালো বিত্তের ধাঁচে ছদ্মমুখ কারাভীতি আঁকে আমি দেখি গাঢ় লোভী, অর্থগৃধ‍ু মানুষের ভিড়ে বিকট রপ্ত কাজ (কপটতা)-কারা গেছে ফিরে মানুষের আনন্দ গান সবুজের মৃত্তিকার টানে প্রেমের সামর্থ্য হাত পুরনো প্রাণের প্রথা আজও ডেকে আনে ** যে পথে হেঁটেছে প্রেম সামাজিক বিত্তরেখা (শেষ নেই) চেয়েছিলে স্থায়ী প্রকরণে যারা তবে দীর্ঘ পথ হেঁটেছিল সমঅকারণে বধির বিত্তের সাথে-বিষধারা-করুণার পাশে আলো নেই-আর্তনাদে-ক্ষতিচিহ্ন-কারা ফিরে আসে! স্থাপনার যুক্তিগুলো মোহলগ্ন-দীর্ঘ প্রশ্নঘেরা প্রযুক্তি পেয়েছে কিছু। অনাকাক্সক্ষা ভুল সুখে ফেরা আলো চিহ্ন অন্ধকারে-কোনোদিন তা-ও ভুলে যাবে যে পথে হেঁটেছে প্রেম-তুমি যদি... -বহুপথ-আমাকেও পাবে।
×