ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে ইউএনও’র হস্তক্ষেপে ৯ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

প্রকাশিত: ০২:৪২, ১৮ জানুয়ারি ২০১৯

আড়াইহাজারে ইউএনও’র হস্তক্ষেপে  ৯ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে নাজনিন আক্তার (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার কনের বাড়ি আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও সুরাইয়া খান বেলা সাড়ে ১১টায় কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন। জানা গেছে, শুক্রবার উপজেলার শাহজালাল মিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও নোয়াপাড়া এলাকার সৈয়দ খানের মেয়ে নাজনিন আক্তারের বিয়ের আয়োজন চলছিল। এ খবর পেয়ে ইউএনও কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। ইউএনও সুরাইয়া খান জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া ও প্রধান শিক্ষক বাবু জহরলাল ষোঘ ওই ছাত্রীর বাল্য বিয়ে রোধ করতে সহযোগিতা করেছেন। পরে ওই ছাত্রীকে স্থ’স্থানীয় ওয়ার্ড কমিশনার সামছুন্নহারের জিম্মায় দেয়া হয়েছে। তিনি আরও বলেন, উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে এই মর্মে কনের বাবা ও মার’র কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
×