ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আপাতত বিদেশ থেকে দেশে খাদ্য আমদানী করার কোন প্রয়োজনীয়তা নাই॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০২:৪৫, ১৮ জানুয়ারি ২০১৯

আপাতত বিদেশ থেকে দেশে খাদ্য আমদানী করার কোন প্রয়োজনীয়তা নাই॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জঙ্গিবাদ দমন ও দুর্নীতি প্রতিরোধ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। বিগত ১০ বছরে উন্নয়নের মাপকাঠিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পূর্বে ২১ দফার যে ইস্তেহার ঘোষনা করেছেন তা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের ইস্তেহার। ঘোষিত ইস্তেহার অনুযায়ী কাজ করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা কেবলমাত্র সময়ের দাবীমাত্র। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় প্রশাসন সহ দলীয় অঙ্গ-সংগঠনের সকল নেতকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরে পত্নীতলা উপজেলা খাদ্য গুদাম পরিদর্শনে গেলে খাদ্যমন্ত্রীকে সেখানে কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মন্ত্রী বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। আপাতত বিদেশ থেকে দেশে খাদ্য আমদানী করার কোন প্রয়োজনীয়তা নাই। খাদ্য শষ্যের বিশেষ করে চালের মূল্য বর্তমানে স্থিতিশীল রয়েছে। এখন ভিজিডি, ভিজিএফ ইত্যাদি ক্ষেত্রে উন্নতমানের চাল সরবরাহ করা হচ্ছে। খাদ্য গুদাম পরিদর্শনকালে নজিপুর খাদ্য গুদাম চত্বরে মন্ত্রী একটি লিচু চারা রোপন করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল রফিকুল ইসলাম, পত্নীতলা খাদ্য কর্মকর্তা এসএম আরমান আলী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাসহ সকল স্তরের মানুষ। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী নজিপুরে অনুষ্ঠিত ৮ম জাতীয় মুন্ডা সম্মেলনে মাননীয় মন্ত্রী প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন।
×