ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর করা হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৪, ১৯ জানুয়ারি ২০১৯

 তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর করা হবে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, নিজেকে সংবিধান প্রণেতা ও বিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচয় দিলেও যার বদৌলতে এই পরিচিতি পেয়েছেন সেই বঙ্গবন্ধুর হত্যার বিচারের কথা তিনি একবারও বলেননি। শেষ পর্যন্ত তার আসল পরিচয় প্রকাশ হয়ে গেল। তিনি বিএনপিতে চলে গেলেন এবং ধানের শীষ নিয়ে নির্বাচন করলেন। তিনি আরও বলেন, তারেক বলেছে নির্বাচন নিয়ে মামলা করার জন্য, আমরা তারেককে দেশে ফিরিয়ে এনে তার বিচারের রায় কার্যকর করব। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজলি খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল কায়সার ভূইয়া জীবন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণীর মানুষ ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান। এদিকে অনুষ্ঠানে আখাউড়া পৌর মেয়রের পক্ষ থেকে মন্ত্রীকে একটি স্বর্ণের নৌকা উপহার দিলে তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
×