ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে কমেনি চালের দাম, সিন্ডিকেট দায়ী

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ জানুয়ারি ২০১৯

 যশোরে কমেনি চালের দাম, সিন্ডিকেট  দায়ী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চলতি বছর ২ দফা চালের দাম বাড়লেও এখনও তা অব্যাহত রয়েছে। খুচরা বাজারে প্রকার ভেদে প্রতি কেজি চালে ২ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। নতুন সরকার গঠনের পর বলা হচ্ছিল দ্রুতই চালের দাম কমে যাবে। তবে প্রায় ৩ সপ্তাহ পার হয়ে গেলেও এখনও বাজারে চাল আগের দামেই বহাল আছে। পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দাম বৃদ্ধির বিষয়ে মিল মালিক ও প্রভাবশালী ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। শুক্রবার যশোরের বড়বাজারে চালপট্টিতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের সময় পর্যন্ত মান ভেদে মিনিকেট চাল তারা বিক্রি করছেন কেজি প্রতি ৪৮ থেকে ৪৯ টাকায়। এরপর এক সপ্তাহের মধ্যে দাম বেড়ে ৫৪ টাকা পর্যন্ত উঠে। অপেক্ষাকৃত মোটা ব্রি-২৮ চালের দাম ছিল ৪০ থেকে ৪১ টাকা। এই চালের দাম বেড়েছে কেজিতে প্রায় চার টাকা। গত দুই দিনে মোটা চালের দাম শুধু কেজিতে এক টাকা কমলেও অন্যান্য চাল বিক্রি হচ্ছে আগের দামে।
×