ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোয় সরকারকে ধন্যবাদ জানাল হাব

প্রকাশিত: ০৪:৪৬, ১৯ জানুয়ারি ২০১৯

 হজযাত্রীদের বিমান ভাড়া কমানোয় সরকারকে ধন্যবাদ জানাল হাব

স্টাফ রিপোর্টার ॥ হজযাত্রীদের জন্য বিমানের ভাড়া কমানোর কৃতজ্ঞতা স্বীকার করে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। শুক্রবার এক বিবৃতিতে হাব মহাসচিব শাহাদত হোসাইন তসলিম বলেন- হজযাত্রীদের বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবি করে আসছিল হাব। বাংলাদেশের হজ ব্যবস্থাপনা ও হজযাত্রীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল হজ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সময়ে অনেক সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রকৃতপক্ষে তাঁর সরকারের আমলেই হজযাত্রায় শৃঙ্খলা ফিরে এসেছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে হজ ব্যবস্থাপনা সর্বমহলেই প্রশংসিত হয়েছিল। হজযাত্রীদের বিমান ভাড়া ১,৩৮,১৯১ টাকা থেকে কমিয়ে ১,২৮,০০০ টাকায় নিয়ে আসায় হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং বাংলাদেশের সকল হজযাত্রীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
×