ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে স্পীকার

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৭, ১৯ জানুয়ারি ২০১৯

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ জানুয়ারি ॥ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রাদয়িক সম্প্রীতির দেশ। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে এ দেশের মানুষ জাতি ধর্ম নারী পুরুষ নির্বেশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান সকলেই এক সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল পরাধীনতার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে সেই রক্ত মাখা যুদ্ধে। শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এদেশকে স্বাধীন করেছিলেন। আমাদের দেশ সাম্প্রদায়িক সমৃদ্ধ দেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান সকল ধর্মাবলম্বী তাদের নিজস্ব ধর্ম পালন করে যাচ্ছে শান্তিপূর্ণভাবে। ধর্ম যার যার উৎসব সবার। সেই মানসিকতা নিয়ে আমরা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি। তিনি বলেন, আজকে এই পীরগঞ্জ ১০ নং শানেরহাট ইউনিয়নের ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন মন্দির সম্বন্ধে অনেক অভিযোগ আছে এখানে বলা হয়েছে যে, এই ইউনিয়নে ১৬ মন্দির ও ৫টি শ্মশান আছে। অতীতে যে রকমভাবে সহযোগিতার হাত প্রসারিত করা হয়েছিল সেই সহযোগিতার হাত সেভাবেই অব্যাহত থাকবে। আপনারা জানেন ইতোমধ্যে একটি শ্মশানের উন্নয়নে আমরা ৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। তিনি সকল ধর্মের মানুষকে একত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ কাজ করে যাওয়ার আহ্বান জানান।
×