ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪৩ নারী আসনে আওয়ামী লীগের ১ হাজার ৫১০ মনোনয়নপত্র বিক্রি

প্রকাশিত: ০৫:১৭, ১৯ জানুয়ারি ২০১৯

 ৪৩ নারী আসনে আওয়ামী লীগের  ১ হাজার ৫১০ মনোনয়নপত্র  বিক্রি

বিশেষ প্রতিনিধি ॥ রীতিমতো উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়নপত্র বিক্রির পর্ব শেষ করেছে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের মতো সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রির ক্ষেত্রেও রেকর্ড গড়েছে ক্ষমতাসীন দলটি। শুক্রবার শেষ দিন পর্যন্ত গত চারদিনে আওয়ামী লীগের ৪৩ সংরক্ষিত নারী আসনের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রেকর্ড সংখ্যক ১ হাজার ৫১০ জন মনোয়ন প্রত্যাশী। শুধু মনোনয়নপত্র বিক্রি করেই আওয়ামী লীগের তহবিলে জমা পড়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা। শুক্রবার ছিল আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের শেষ দিন। অন্যদিকে আবেদনপত্র আগামীকাল রবিবার পর্যন্ত জমা দেয়া যাবে। এ পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন ১৪১৫ জন। শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে দীর্ঘলাইন দেখা যায়। এবার সংরক্ষিত আসনে সাবেক এমপিরা ছাড়াও তৃণমূলের পোড় খাওয়া নারী নেত্রীদের যেমন আধিক্য ছিল, তেমনি ছিল তারকাদের মেলা। বিপুল সংখ্যক চলচ্চিত্র, নাট্যাঙ্গনসহ সংস্কৃতি জগতের তারকা অভিনেত্রীরা সংসদ সদস্য হতে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। রুপালি পর্দার দীর্ঘ সময় জনপ্রিয় নায়িকা সাবেক এমপি সারাহ বেগম কবরী, এ্যাডভোকেট তারানা হালিম, সুবর্ণা মোস্তফা, চলচ্চিত্র নায়িকা মৌসুমী, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, নাট্যাভিনেত্রী তারিন, রোকেয়া প্রাচী, জ্যোতিকা জ্যেতি, শমী কায়সার, শাহানুর, সুজাতাসহ কে নেই এই তালিকায়। আগামী রবিবার মনোনয়ন ফরম জমা গ্রহণ শেষে সব ফরম পাঠানো হবে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় সব মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে ৪৩ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে এবার অধিক সংখ্যক মনোনয়ন প্রত্যাশী থাকায় তাদের সাক্ষাতকার অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীদের একসঙ্গে গণভবনে ডেকে প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখতে পারেন বলে জানা গেছে। বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি (জাপা) ৪টি, বিএনপি ১টি, স্বতন্ত্র ও অন্যরা দুটি সংরক্ষিত আসন পেতে পারে। মঙ্গলবার থেকে আবেদনপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ।
×