ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপশক্তি যেন মাথা চাড়া দিতে না পারে ॥ ঢাবি ভিসি

প্রকাশিত: ০৫:২১, ১৯ জানুয়ারি ২০১৯

 অপশক্তি যেন মাথা চাড়া দিতে না পারে ॥ ঢাবি ভিসি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আমরা ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সকল উদ্যোগ নিয়েছি। কোন ধরনের অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য। বিশ্ববিদ্যালয় সুষ্ঠু ও সুন্দরভাবে চালানোর জন্য আপনার পরামর্শ দিবেন। নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধ ছড়িয়ে দিবেন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত দর্শন বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ১১তম পুনর্মিলনীতে বিভাগের এ্যালানমাইদের প্রতি এ আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। দিনব্যাপী নানা উৎসাহ উদ্দীপনায় আয়োজিত এ পুর্নমিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিভাগের এ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. মোঃ সাজাহান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ। এতে আরও বক্তব্য রাখেন দর্শন বিভাগের অনারারি অধ্যাপক আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিভাগ এ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী। উপাচার্য আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে অনুষঙ্গি সকল ডিপার্টমেন্টের মধ্যে দর্শন বিভাগ একটি। বিশ্ববিদ্যালয়ের যখন ১০০ বছর পূর্ণ হবে দর্শন বিভাগেরও তখন ১০০ বছর পূর্ণ হবে। এটি দর্শন বিভাগের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এ কে আজাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছে- যাদের লেখাপড়া টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি উদ্যোগ নিই এবং দায়িত্ব নিই তাহলে তাদের পড়াশোনা আর বন্ধ হবে না। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় চালায় তার এ্যালামনাইরা। তাই বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাইদের এগিয়ে আসতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
×