ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

প্রকাশিত: ০৫:২৪, ১৯ জানুয়ারি ২০১৯

 বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৮ জানুয়ারি ॥ ভৈরব শহরের কমলপুর এলাকার ঈদগাহ মাঠের কাছে শুক্রবার দুপুরে একটি ট্রান্সফরমারের ফিঙ্গার লাগাতে গিয়ে বিল্লাল হোসেন (৩০) নামে এক লাইনম্যান বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে মারা গেছে। বিল্লাল শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২০ বছর ধরে অস্থায়ী কর্মী হিসেবে ভৈরব বিদ্যুত সরবরাহ কেন্দ্রে কাজ করে আসছিলেন। মৃত বিল্লালসহ কয়েজন ওই এলাকায় ট্রান্সফরমারের বিদ্যুত সচল করতে গিয়েছিলেন। বিল্লাল মিয়া ফিঙ্গার লাগাতে ট্রান্সফরমারের ওপর উঠে সরবরাহ তারে হাত দিতেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের চাচা মোঃ জজ মিয়া দাবি করেন, ভৈরব বিদ্যুত সরবরাহ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা লোকজনের অবহেলায় বিল্লালের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। জানতে চাইলে ভৈরব বিদ্যুত সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম জানান, বিল্লাল মিয়া প্রাইভেট ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
×