ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোর জেলা পরিষদ ভবন ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

প্রকাশিত: ০৫:২৬, ১৯ জানুয়ারি ২০১৯

 যশোর জেলা পরিষদ ভবন ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শতাব্দীকালের ঐতিহ্য যশোর জেলা পরিষদ ভবন ভেঙ্গে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন যশোরের দশজন বিশিষ্ট সাংবাদিক। এক বিবৃতিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিহাস ঐতিহ্য বিরোধী এ সর্বনাশী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে সাংবাদিকবৃন্দ উল্লেখ করেছেন, জেলা পরিষদ ভবনটি যুক্ত বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন। আমরা লক্ষ্য করছি যে ‘একে একে নিভিছে দেউটি’-এর মতো যশোরের ঐতিহ্যের ধারক সব স্মারকগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। যার মধ্যে অন্যতম হলো আধুনিক প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার প্রথম ভবন যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পরিত্যক্ত ভবন। এই ভবনটি যশোরের প্রথম কালেক্টরেট ভবন। পরবর্তীতে স্থান সংকুলান না হওয়ায় ভবনটি জেলা রেজিস্ট্রি অফিসের জন্য ছেড়ে দিয়ে বর্তমানের ভবনে আসে। এই ভবনটির ঐতিহ্য রক্ষায় সরকারী-বেসরকারী কোন পক্ষেরই মাথাব্যথা নেই। সেটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। দ্বিতীয় ভবন হলো জেলা পরিষদ ভবন। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য ১৯১৩ সালে এই ভবনটি নির্মিত হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, দৈনিক সংবাদ’র বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ইনকিলাব’র বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান তোতা, প্রবীণ সাংবাদিক শাহাদত হোসেন কাবিল, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রতিদিনের কথা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, প্রেসক্লাব যশোর সম্পাদক ও সমকালের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সভাপতি ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান, দৈনিক স্পন্দন’র বার্তা সম্পাদক শিকদার খালিদ ও যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সাধারণ সম্পাদক সমাজের কথা’র বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন।
×