ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন কৌশল নিয়ে অগ্রসর হচ্ছেন প্রধানমন্ত্রী

‘নো-ডিল’ ব্রেক্সিট চান মে!

প্রকাশিত: ০৫:৩৩, ১৯ জানুয়ারি ২০১৯

‘নো-ডিল’ ব্রেক্সিট চান মে!

ব্রিটিশ পার্লামেন্টে এমপিরা ব্রেক্সিট চুক্তি বাতিল করে দেয়ার পর প্রধানমন্ত্রী টেরেসা মে একটি নতুন ব্রেক্সিট কৌশল নিয়ে অগ্রসর হচ্ছেন এবং তিনি ‘কোন চুক্তি ছাড়া ব্রেক্সিটের’ সম্ভাবনা বাতিল করে দিচ্ছেন না। খবর এএফপির। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাজ্য এক রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং একটা সমাধান খুঁজে পেতে চাইছে যাতে করে ৪৬ বছর পর এবং এখন থেকে ঠিক ১০ সপ্তাহ পর এ সংস্থা থেকে সরে যাওয়ার একটা মসৃণ পরিকল্পনা গ্রহণে সমর্থ হয়। ব্রাসেলসের সঙ্গে মের চুক্তিটি পার্লামেন্টে বাতিল হলে তিনি মঙ্গলবারের আস্থা ভোটে অল্পের জন্য টিকে যান এবং এর পর সরকার প্রতিদ্বন্দ্বী দলগুলোর এমপিদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছে। কিন্তু প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন এ আলোচনাকে এক চমক বলে অভিহিত করেছেন এবং মে কোন ভবিষ্যত ব্যবস্থা কার্যকর না করে ব্রিটেনের দুর্ভোগ-সম্ভাবনা বাতিল না করা পর্যন্ত তার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার করবিনের কাছে লিখিতভাবে বলেন, এ প্রক্রিয়া সর্বাংশে বন্ধ না করে নো-ডিল বা ‘চুক্তি ছাড়া ব্রেক্সিট’ বাতিল করা তার পক্ষে অসম্ভব। তিনি লিখেছেন, ‘নো-ডিল’ বাতিল করার ক্ষমতা সরকারের নেই। মে সোমবার তার নতুন প্রস্তাব হাউস অব কমন্সে উত্থাপন করবেন এবং এরপর ২৯ জানুয়ারি ব্রিক্সিটের ঠিক দু’মাস আগে পুরো বিতর্ক অনুষ্ঠিত হবে। এমপিরা তখন সংশোধনী আনার সুযোগ পাবেন। ডাউনিং স্ট্রিট বৃহস্পতিবার বলেছে, মে আগামী সপ্তাহে ডাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগদান করতে পারবেন না। নেতৃস্থানীয় ব্রেক্সিট সমর্থক নাইজেল ফারেগ ব্রিটেনের অচলাবস্থার কারণে একটি দ্বিতীয় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুত থাকার জন্য ব্রেক্সিট পন্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার রাতে লন্ডনে এক লিভ মিনসলিভ সমাবেশে বলেন, আপনি যা করছেন তার চেয়ে বেশি আমি চাই না। কিন্তু আমি আপনাকে বলছি, বাস্তবতার সম্মুখীন হতে হবে আমাদের। তিনি বলেন, ভাববেন না যে অন্যপক্ষ সংগঠিত নয়। ভাববেন না যে অন্যপক্ষ প্রস্তুত নয়। ভাববেন না, তাদের কাছে অর্থ নেই। তাদের সবকিছুই আছে। মেয়ের ব্রিক্সিট কৌশল গত দু’বছর যাবত যে প্রধান নীতিগুলোর মধ্য দিয়ে পরিচালিত হয়েছে সেগুলো ত্যাগ করার জন্য বিরোধী দলীয় এমপিরা তাকে চাপ দিচ্ছেন। করবিন জোর দিয়ে বলছেন, মেকে ‘চূড়ান্ত রেখা’ থেকে অবশ্য সরে আসতে হবে। তিনি বিশেষভাবে ইইউয়ের সঙ্গে একটা ঐক্য বজায় রাখার বিষয়টি উল্লেখ করেন যা কোন কোন ব্যবসার জন্য অনুকূল হবে। কিন্তু মে তা প্রত্যাখ্যান করছেন, কারণ এ ব্যবস্থায় ব্রিটিনের নিজস্ব বাণিজ্য চুক্তি স্বাক্ষরে এর সামর্থ সীমিত হয়ে পড়বে। লেবার নেতা দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর হেস্টিংয়ে সমর্থকদের উদ্দেশে বলেন, টেরেসা মেকে চূড়ান্ত রেখা থেকে সরতেই হবে এবং ভবিষ্যত প্রস্তাব বিষয়ে আরও একনিষ্ঠ হতে হবে। ব্রিটিশ মিডিয়া এক রিপোর্টে বলেছে, করবিন মের মন্ত্রীদের সঙ্গে পৃথক আলোচনায় না বসার জন্য দলীয় সদস্যদের প্রতি আহ্বানও জানিয়েছেন। তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অংশ হিসেবে প্রয়োজনে আরও একটি আস্থা ভোট অনুষ্ঠানে ইচ্ছা রয়েছে লেবার পার্টির। ইইউ সমর্থিত লিবারেল ডেমোক্র্যাট পার্টি ও স্কটিস এবং ওয়েলস জাতীয়তাবাদী দলগুলোর সঙ্গে মের বুধবারের বৈঠকে বেশ কিছু নতুন দাবি যোগ হয়েছে। স্কটিস ন্যাশনাল পার্টি (এসএনপি) ‘নো-ডিল’ বাতিলের চেষ্টা করছে এবং দ্বিতীয় গণভোট চাইছে। যাতে করে ব্রেক্সিট বিলম্ব হয়। লিবারেল ডেমোক্র্যাটস বিশেষভাবে আরেকটি গণভোটের দাবি জানাচ্ছে এবং এতে ব্রেক্সিট বাতিল ও ইইউতে যুক্তরাজ্যের থেকে যাওয়ার বিকল্প ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে বলে দাবি করছে দলটি। দল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, সরকারকে এখন তাদের অবস্থানে তাৎপর্যপূর্ণ পরিবর্তন থানার বিষয়ে আন্তরিক হতে হবে।
×