ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমর্থন

কলকাতায় বিজেপিবিরোধী মহাসমাবেশ আজ

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ জানুয়ারি ২০১৯

কলকাতায় বিজেপিবিরোধী মহাসমাবেশ আজ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূূল কংগ্রেস দলের নেত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার জানিয়েছেন, ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১২৯ টির বেশি আসন পাবে না। বিজেপি বা কংগ্রেস নয় বরং আঞ্চলিক দলগুলো ভারত শাসন করবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও তারা বৃহত্তর ভূমিকার রাখবে। এনডিটিভি। মমতা ইঙ্গিত দেন, তিনি চান আঞ্চলিক দলগুলো জাতীয় পর্যায়ে বৃহত্তর ভূমিকা রাখতে সক্ষম। তবে আজ এজন্য তাদের একজোট হতে হবে। যাতে তারা বিজেপি অথবা কংগ্রেসের থেকে বেশি আসনে বিজয়ী হয়। এজন্য আমি তাদের একটি সিদ্ধান্ত নেয়ার কথা বলছি। শনিবার গণর‌্যালিকে সামনে রেখে গ্রাউন্ড জিরোর ব্রিগেড প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি যে বিজেটি ১২৫টির বেশি আসন পাবে না। কংগ্রেস সম্পর্কে আমি কিছু জানি না। কেন্দ্রীয় দলগুলো সম্ভবত এই সময়ে সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করবে। মমতা এমন একটি র‌্যালির আয়োজন করেছেন যাকে তিনি ইউনাইডেট ইন্ডিয়া র‌্যালি বলে অভিহিত করছেন। যা বিজেপিবিরোধী বিরোধী দলগুলোর মহাসমাবেশ হতে যাচ্ছে। হাতে গোনা মাত্র কয়েকজন ব্যক্তি এই সমাবেশে যোগ দিচ্ছেন না। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন উড়িষ্যা রাজ্যের নাভিন পাটনায়ক ও তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও ও ওয়াইএআর কংগ্রেস প্রধান জগমোহন রেড্ডি। তারা ইতোমধ্যে কংগ্রেসবিরোধী ও বিজেপিবিরোধী ফেডারেল ফ্রন্ট গঠন করছেন। মমতার মহাসমাবেশের প্রতি সমর্থন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস ওই সমাবেশে প্রতিনিধি হিসেবে সিনিয়র নেতা মল্লিকার্জুন কারেজ ও অভিষেক মানু সিংভিকে পাঠিয়েছেন। অপর প্রধান নেতা মায়াবতী এতে যোগ না দিলেও তিনি সেখানে তার শীর্ষ লেফটেন্যান্ট সতিশ মিশ্রাকে পাঠিয়েছেন। তিনি র‌্যালিতে বক্তব্য রাখবেন। মমতা বলেন, এখন থেকে সমাবেশে নেতারা মুক্তভাবে তাদের মত প্রকাশ করতে পারবেন। এটি হবে একে অপরের সঙ্গে কথা বলা ও শোনার একটি মাধ্যম। আমি সবার মত শুনব। আমরা কারও ওপর আমাদের মতাদর্শকে চাপিয়ে দেব না। বিরোধীদের ঐক্যের অভাব সম্পর্কে সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, চিন্তা করবেন না। প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব রাজনৈতিক সীমায় চলে।
×