ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাড়ি দুর্ঘটনায় অক্ষত রানীর স্বামী ফিলিপ

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ জানুয়ারি ২০১৯

গাড়ি দুর্ঘটনায় অক্ষত রানীর স্বামী ফিলিপ

ব্রিটিশ রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে বহনকারী একটি গাড়ি দুর্ঘটনায় পড়লেও তিনি তাতে কোন রকম চোট পাননি বলে জানিয়েছে বাকিংহাম পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছুক্ষণ আগে রানীর সান্দ্রিংহাম এস্টেটের কাছে এ১৪৯ সড়কে অন্য একটি গাড়ির সঙ্গে প্রিন্স ফিলিপের ল্যান্ড রোভারটির সংঘর্ষ হয়। বিবিসি। ৯৭ বছর বয়সী ফিলিপের রাজকীয় পরিচয় ডিউক অব এডিনবরা। দুর্ঘটনায় তার গাড়িটি এক পাশে কাত হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, তাৎক্ষণিকভাবে ফিলিপকে ল্যান্ড রোভার থেকে বের করে আনা হলেও ঘটনার আকস্মিকতায় তাকে ভীষণ বিস্মিত দেখাচ্ছিল। ডিউক অব এডিনবরা সে সময় কাঁপছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ফিলিপকে পরে সান্দ্রিংহাম এস্টেটে নিয়ে যাওয়া হয়, সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। রানীর স্বামীর গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ানো কিয়া গাড়িটির দুই নারী সামান্য আহত হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেয়া হয়।
×