ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ ষোলোতে শারাপোভা

প্রকাশিত: ০৫:৪১, ১৯ জানুয়ারি ২০১৯

 শেষ ষোলোতে শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়রথ ছুটছেই। অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন জয় তুলে নিয়েছেন মারিয়া শারাপোভা। তবে প্রথম দুই ম্যাচের তুলনায় শুক্রবারের ম্যাচটা ছিল রাশিয়ান তারকার জন্য অগ্নিপরীক্ষা। এই ম্যাচে যে তার প্রতিপক্ষ ছিলেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি! তবে শারাপোভার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি ড্যানিস তারকা। তৃতীয় রাউন্ডের ম্যাচে মারিয়া শারাপোভা এদিন কঠিন লড়াইয়ের পর ৬-৪, ৪-৬ এবং ৬-৩ গেমে হারিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকিকে। সেই সঙ্গে ২০১৬ সালের পর এবারই প্রথম এই টুর্নামেন্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত টিকে রইলেন শারাপোভা। দুজনই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান। এবার শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন ওজনিয়াকি-শারাপোভা। যে কারণে তৃতীয় পর্বের ম্যাচটাকে ঘিরে টেনিসপ্রেমীদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। যদিওবা ফেবারিট ছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। কেননা, এই টুর্নামেন্টের যে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মেলবোর্নের কোর্টে নামেন তিনি। গত বছর এই অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়েই ক্যারিয়ারের প্রথম মেজর কোন শিরোপার দেখা পান ওজনিয়াকি। অন্যদিকে শারাপোভা নিষেধাজ্ঞা থেকে কোর্টে ফেরার পর থেকেই হারিয়ে খুঁজছেন নিজেকে। কিন্তু শুক্রবার ওজনিয়াকির বিপক্ষে দাপটের সঙ্গে লড়াই করেই শেষ ষোলোর টিকেট কাটেন শারাপোভা। ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে দারুণ খুশি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা। ম্যাচ শেষে শারাপোভা বলেন, ‘দারুণ একটা ম্যাচ জয়। আমি সত্যিই খুব খুশি। আজ যেভাবে কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করেছি তাতে আমি গর্বিতও।’ অন্যদিকে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়ে হতাশ ওজনিয়াকি। ম্যাচের শেষে ড্যানিস তারকা বলেন, ‘আসলে জয়ের জন্য আমার এই পারফর্মেন্স যথেষ্ট ছিল না। তবে আমি আমার সেরাটা দিয়েই খেলেছি। আসলে খেলায় মাঝে মাঝে এমনই হয়।’ শেষ ষোলোতে শারাপোভার প্রতিপক্ষ এখন এ্যাশলে বার্টি। অস্ট্রেলিয়ার এক নম্বর খেলোয়াড়। টেনিস কোর্টে দুর্দান্ত পারফর্ম করছেন এই তরুণী। নতুন বছরও শুরু করেছেন দাপটের সঙ্গে। শুক্রবার দিনের শুরুতেই জয় নিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন তিনি। অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভান এই খেলোয়ার তৃতীয় পর্বের ম্যাচে ৭-৫ এবং ৬-১ গেমে হারিয়েছেন মারিয়া সাক্কারিকে। এ্যাশলে বার্টির ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়। যে কারণে শেষ ষোলোতেও শারাপোভার সামনে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন এই অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বে জয়ের দেখা পেয়েছেন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাও। পাভলিউচেঙ্কোভা সহজ জয় পেয়েছেন এদিন। তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি ৬-০ এবং ৬-৩ গেমে হারিয়েছেন আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ফেবারিট এ্যাঞ্জেলি কারবার, স্লোয়াসে স্টিফেন্স এবং পেত্রা কেভিতোভাও। জার্মানির এ্যাঞ্জেলিক কারবার শেষ ষোলোর টিকেট কাটার পথে ৬-১ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়ে দিয়েছেন কিম্বারলি বিরেলকে। সেইসঙ্গে শিরোপা পুনরুদ্ধারের আশাও টিকিয়ে রাখলেন তিন গ্র্যান্ডস্লামের মালিক। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও সহজ জয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন। এদিন তিনি ৬-১ এবং ৬-৪ গেমে পরাজিত করেন দুর্দান্ত ফর্মে থাকা সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে। তবে তৃতীয় পর্বে জয় পেতে ঘাম ঝরেছে স্লোয়ানে স্টিফেন্সের। কঠিন লড়াইয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড় এদিন ৭-৬ (৮/৬) এবং ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন পেত্রা মার্টিচকে। ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্সও এবার ফেবারিটের তকমাটা গায়ে মেখে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের কোর্টে নামেন। তবে দিনের শুরুতেই অঘটনের শিকার হন দুর্দান্ত ফর্মে থাকা এলিনা সাবালেঙ্কা। বেলারুশের এই তারকাকে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন এমান্ডা আনিসিমোভা। অখ্যাত এই খেলোয়ার এদিন ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন বেলারুশের সাবালেঙ্কাকে।
×