ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বালক একক ও দ্বৈতে রানার্সআপ বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৩, ১৯ জানুয়ারি ২০১৯

 বালক একক ও দ্বৈতে রানার্সআপ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠেয় ‘আইটিএফ এশিয়ান অ-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ : ডিভিশন-২’ এর দ্বিতীয় প্রতিযোগিতায় বালক এককের ফাইনালে বাংলাদেশের মাহাদী হোসেন আলভি ০-৬, ৩-৬ গেমে জর্দানের মোহাম্মদ এলকটপর কাছে হেরে যায়। বালক দ্বৈতের ফাইনালে বাংলাদেশের রুমান হোসেন ও পাকিস্তান হামিদ ইসরার গুল (পাকিস্তান) জুটি ৩-৬, ০-৬ গেমে জর্দানের মুহাম্মদ এলকটপ ও ইরানের কাসরা মাহমানী জুটির কাছে হেরে যায়। বালক এককের স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশের রুমান হোসেন নেপালের আরিয়ান গিরির কাছে এবং বাংলাদেশের জুবায়েদ উৎস পাকিস্তানের হামিদ ইসরার গুলের কাছে হেরে যায়। এছাড়া বালিকা এককের স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশের মাসফিয়া আফরিন নেপালের শুভাঙ্গী লাক্সি শাহকে এবং বাংলাদেশের সাদিয়া আফরিন গেমে ভুটানের সনম চুকি দর্জিকে হারায়। বাংলাদেশের সুবর্ণা খাতুন কিরগিজস্তানের এলিজাভেথ কিভার কাছে হেরে যায়। এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ১৭ দেশ অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের দলগত সাফল্যের ভিত্তিতে দুটি দেশ ডিভিশন-২ থেকে ডিভিশন-১ এ উন্নীত হবে। এছাড়াও খেলোয়াড়রা ব্যক্তিগত ফলাফল অনুযায়ী ডিভিশন-১ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দলভুক্ত হওয়ার সুযোগ পাবে। দুটি খেলার ফলাফল পর্যালোচনা করে এশিয়ান টেনিস ফেডারেশনের কোন দুটি দেশ ডিভিশন-১ এ উন্নীত হবে, তা দ্রুত সময়ের মধ্যে ফেডারেশনকে অবগত করবে।
×