ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিলিয়ার্স ঝড় আজ?

প্রকাশিত: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০১৯

 ভিলিয়ার্স ঝড় আজ?

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) ষষ্ঠ আসরের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স লড়াই করবে। ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে ম্যাচগুলোর চেয়ে সবার দৃষ্টি আছে আজ এবি ডি ভিলিয়ার্সের দিকে। সবার একটিই প্রশ্ন, ভিলিয়ার্স ঝড় কী দেখা যাবে? সব তারকা ক্রিকেটার এর মধ্যে এসেছেন। খেলেছেন। কিন্তু ব্যাটিং ঝড় দেখাতে ব্যর্থ হয়েছেন। টি২০ ক্রিকেটে ব্যাটিং ঝড়টাই সবাই দেখতে চান। সেই ঝড় এখনও বিদেশী কোন তারকা ব্যাটসম্যান দেখাতে পারেননি। ডেভিড ওয়ার্নার দুর্দান্ত ব্যাটিং করেছেন। শুক্রবারের আগ পর্যন্ত ৫ ম্যাচ খেলে দুটিতে আছে হাফসেঞ্চুরি। কিন্তু একটি বড় স্কোরই ঝড় তোলা থেকে এসেছে। সবশেষ ম্যাচটিতে ৩৬ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬১ রান করেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক। কিন্তু বাকি তারকারা ব্যর্থই হয়েছেন। ঢাকা ডায়নামাইটসের কাইরন পোলার্ড যেমন শুক্রবারের আগ পর্যন্ত একটি হাফসেঞ্চুরি (৬২ রান) করতে পেরেছেন। সেটিই ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় এসেছে। এছাড়া বাকি ৪ ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারেননি। রংপুরের ক্রিস গেইল তো ব্যর্থ হয়েই চলেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্টিভেন স্মিথ তো দুই ম্যাচ খেলেই ইনজুরিতে বিপিএল ছেড়ে দেশে চলে গেছেন। সেঞ্চুরি তো নেই-ই। তারকা ক্রিকেটারদের মধ্যে ওয়ার্নার ও পোলার্ড ছাড়া অন্য কোন ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিও নেই। সেই তুলনায় কুমিল্লার থিসারা পেরেরা এসেই যে ২৬ বলে ৩ চার ও ৮ ছক্কায় অপরাজিত ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন, সেটিই সবার নজর কেড়েছে। বিদেশী তারকা ব্যাটসম্যানদের চেয়ে রংপুরের দক্ষিণ আফ্রিকান রাইলি রুশো নজর কেড়েছেন। তিনি তিন হাফসেঞ্চুরিসহ ৯৬.০০ গড়ে ২৮৮ রান করে ব্যাটিংয়ে তালিকার শীর্ষে আছেন। সিলেটের নিকোলাস পুরানও (২ হাফসেঞ্চুরিসহ ১৯১ রান) দৃষ্টি কাড়তে পেরেছেন। আফগানিস্তানের ঢাকা ডায়নামাইটস ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাই প্রথম দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করার পর তৃতীয় ম্যাচ থেকেই হারিয়ে গেছেন! সেই তুলনায় দেশীয় ব্যাটসম্যানরা রানে ফিরেছেন। চিটাগং ভাইকিংসের মুশফিকুর রহীম যেমন ৭৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন। ঢাকার রনি তালুকদার ৫৮ রানের সুন্দর ইনিংস উপহার দিয়েছেন। মেহেদী হাসান মিরাজ তো দেশী ব্যাটসম্যানদের মধ্যে প্রথম হাফসেঞ্চুরিই করেছেন। সিলেটের লিটন কুমার দাস শেষ ম্যাচটিতে ৭০ রানের জমকালো ইনিংস উপহার দেন। তবে সবার দৃষ্টি আছে এখন ভিলিয়ার্সের দিকেই। এ ব্যাটসম্যানের ব্যাটিং ঝড় দেখতে সবাই উন্মুখ হয়ে আছেন। আজ সিলেটের বিপক্ষে ভিলিয়ার্সের ব্যাটিং ঝড় কী মিলবে? বৃহস্পতিবার ঢাকায় পা রেখেই হেলিকপ্টারে করে সিলেট চলে গেছেন ভিলিয়ার্স। ষষ্ঠ আসরে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষা এখন। সিলেট পর্বের শেষদিনে মাঠ মাতাতে নামবেন ভিলিয়ার্স। ব্রেন্ডন ম্যাককালামকে এবার ছেড়ে দেয়ায় হতাশ হয়েছিলেন রংপুরের সমর্থকরা। ডি ভিলিয়ার্সকে দলে ভিড়িয়ে সমর্থকদের সেই হতাশা কাটিয়েছে রংপুর। ক্রিস গেইল তো আগে থেকেই আছেন। এবার ভিলিয়ার্স দলে যোগ হওয়ায় সবচেয়ে শক্তিশালী দলটি রংপুরই হয়ে গেল। রংপুর রাইডার্সের ছয় ম্যাচ শেষ হলে সিলেট পর্বে ভিলিয়ার্স দলের সঙ্গে যোগ দেবেন। এমন কথাই ছিল। সেই কথামতোই কাজ হলো। তবে রংপুর নেই সুবিধাজনক অবস্থানে। দলটি ৬ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জিতে ৪ পয়েন্ট পেয়েছে। আছে আবার পঞ্চম স্থানে। লীগের প্রথম ম্যাচেই ‘সুপার ফ্লপ’ শুরু হয় বর্তমান চ্যাম্পিয়নদের। এরপর টানা দুই ম্যাচ জিতে অবস্থান মজবুত করে। কিন্তু পরের তিন ম্যাচে টানা হারে আবার পতনের সুর বাজছে! ভিলিয়ার্স যোগ দেয়ায় এখন রংপুরের এই রূপের পরিবর্তন ঘটলেই হলো। মাশরাফি বিন মর্তুজার, ক্রিস গেইলদের রংপুরের অবস্থা ভাল যাচ্ছে না। এত শক্তিশালী দল নিয়েও খুব ভাল অবস্থান তৈরি করতে পারছে না রংপুর। লীগে রংপুরের আর ৬ ম্যাচ বাকি আছে। সেই ৬ ম্যাচে চুক্তি অনুযায়ী খেলবেন ভিলিয়ার্স। এবার দলের অবস্থা ভাল হলেই হয়। যদি রংপুর ‘প্লে-অফে’ যায়, তাহলে ভিলিয়ার্সের সঙ্গে চুক্তি বাড়ানোও হতে পারে। তা সময়ই বলে দেবে। তবে আপাতত সমর্থকরা ভিলিয়ার্স ঝড়ই দেখার অপেক্ষাতে আছেন। বিপিএলের অন্যতম আকর্ষণ ‘৩৬০ ডিগ্রী’ খ্যাত ভিলিয়ার্স। তিনি সবস্থানেই শট খেলতে পারেন। তার আশাতে বিপিএলের বিবর্ণ রং ও বর্ণ খুঁজে পেতে পারে। যদি ভিলিয়ার্স তার শটে মাতোয়ারা করতে পারেন। শিরোপার আশা ধরে রাখতে হলে লীগের বাকি ম্যাচ জেতার বিকল্প নেই মাশরাফির দলের সামনে। ভিলিয়ার্সের ছোঁয়ায় এখন বদলে যাওয়া রংপুরকে দেখার আশা সমর্থকদের। আজ ভিলিয়ার্সের বিপিএলে অভিষেক হবে। অভিষেকেই ঝড় দেখার অপেক্ষাতেই এখন আছেন সবাই। ভিলিয়ার্সের ঝড় ওঠা মানে সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে হারের প্রতিশোধও নিতে পারবে রংপুর। তাতে করে জয়ের ধারাতেও ফিরবে দলটি। ওয়ার্নার বিপিএল ছেড়ে চলে যাবেন। কনুইয়ের ইনজুরিতে ভুগছেন। তবে যাওয়ার আগে আজকের ম্যাচটি খেলবেন তিনি। খেললে ভিলিয়ার্স-গেইল-ওয়ার্নার ব্যাটিং লড়াই জমে উঠতে পারে। আরেকদিকে চিটাগং ঢাকা পর্বে চার ম্যাচ খেলেছে। ৩ জয় পেয়েছে। সিলেট পর্বে প্রথম ম্যাচ খেলতে নামবে। খুলনার বিপক্ষে এই ম্যাচ জিতলে পারলে চিটাগং চার জয় নিয়ে আবার ঢাকা পর্ব শুরু করতে পারবে। সুবিধাজনক অবস্থানে থেকে ঢাকায় আরেকটি ম্যাচ খেলে ২৫ জানুয়ারি থেকে ‘হোম ভেন্যু’ চট্টগ্রামে নিজেদের এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামতে পারবে। খুলনা আছে বিপাকে। দলটি সিলেট পর্বে একটি জয় পেয়েছে। দলটির টানা কয়েকটি জয় না মিললে ‘প্লে-অফ’ খেলাই কঠিন হয়ে পড়বে। খুলনা এখন সেদিকেই মনোযোগী। তবে দলের হার-জিতের দিকে নয়, আজ যেন ভিলিয়ার্স ঝড় দেখতেই সবাই অধীর আগ্রহে আছেন। মিলবে ভিলিয়ার্স ঝড়?
×