ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ জামালকে হারাল বসুন্ধরা

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ জানুয়ারি ২০১৯

 শেখ জামালকে হারাল বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার ॥ নব্বই মিনিটের লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। বিপিএলে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচটি হয়েছে রোমাঞ্চকর। আক্রমণের বদলে পাল্টা আক্রমণ। পার্থক্য গড়ে দেন মার্কোস ভিনিসিয়াস। তার গোলেই প্রিমিয়ার লীগে রঙ্গিন অভিষেক কিংসের। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামালকে ০-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের দল। বসুন্ধরা কাক্সিক্ষত গোলটি পায় ম্যাচের ৬৯ মিনিটে। ইমন মাহমুদ বাবুর ক্রসে বক্সেও মধ্যে বল পান মার্কোস ভিনিসিয়াস। ঠান্ডা মাথায় বাঁ পায়ের মাটি কামড়ানো শর্টে শেখ জামালের জাল কাঁপান এ ব্রাজিলিয়ান। তার আগে ম্যাচটি সমানতালেই এগোচ্ছিল। ২৭ মিনিটে নিশ্চিত সুযোগ নষ্ট করেন শেখ জামালের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেজ। বক্সেও ভেতরে ঢুকে পড়া সলোমন কিং কনফর্মের পাস খুঁজে নেয় পেরেজকে। পাল্টা আক্রমণে বসুন্ধরাও গোলের সুযোগ সৃষ্টি করে। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেস ছিলেন অচেনা। তার ফ্রিকিক এবং দূরপাল্লার শটগুলো ছিল নির্বিষ। যে কারণে বিরতির পর ফ্রিকিক নিতে দেখা গেছে ভিনিসিয়াসকে। শেষ পর্যন্ত তিনিই ম্যাচের হিসেব বদলে দেন। গোল মিসের খেসারত দিতে হলো শেখ জামালকে।
×