ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন যশোর

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ জানুয়ারি ২০১৯

 চ্যাম্পিয়ন যশোর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যশোর জেলা। শুক্রবার স্থানীয় শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৯ উইকেটের বড় ব্যবধানে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বয়সভিত্তিক এই প্রতিযোগিতার শিরোপা জিতল। কুষ্টিয়া জেলা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে যশোরের বোলারদের বোলিং তোপে পড়ে ৩৮ ওভার ৪ বলে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৮ ওভার ৪ বলে জয় নিশ্চিত করে যশোরের ব্যাটসম্যানরা। কুষ্টিয়ার পক্ষে ব্যাট হাতে তালহা জুবায়ের ১৬ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা পার হতে পারেনি। অতিরিক্ত খাত আসে ২১। বল হাতে যশোরের পক্ষে জিসান হোসেন ৭ রানে ও আতিক ইসরাক অপূর্ব ১৪ রানে ৩টি করে এবং আজিজুল হাকিম তামিম ১১ রানে ও রিপন ২১ রানে ২টি করে উইকেট দখল করে। যশোরের পক্ষে ব্যাট হাতে আজিজুল হাকিম তামিম ৪১, ইয়াসির আরাফাত ২৩ রান করে। অলরাউন্ড পারফর্মেন্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে যশোরের আজিজুল হাকিম তামিম। খেলা শেষে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, নির্বাহী সদস্য খায়রুজ্জামান বাবু, সোহেল মাসুদ হাসান টিটো ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হক।
×